গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়িতাকে সন্মাননা প্রদান করা হয়েছে। এ লক্ষে শনিবার তাড়াশ উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফেরদৌস ইসলাম। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আব্দুল হক।
এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মনোয়ারা খাতুন মিনি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা বেগম, জেলা পরিষদের সদস্য হোসনে আরা পারভীন লাভলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, জয়িতা গাইনী বিশেষজ্ঞ ডাক্তার উম্মেল ওয়ারা খান চৌধুরী, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারহানা বিলকিস, রোকসানা পারভীন প্রমুখ।
উপজেলা মহিলা বিষয় অধিদপ্তর থেকে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী মোছা. ফরিদা পারভীন, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ডাক্তার উম্মেল ওয়ারা খান, সফল জননী হিসেবে তাহিরা খাতুন, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা মোছা. সমেদান এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য মোছা. রোকখসানা খাতুনকে সন্মাননা পদক প্রদান করা হয়।