গোলাম মোস্তফা,নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
সিরাজগঞ্জের তাড়াশে নওগাঁ ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে তিন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে। প্রতীক পাওয়ার পর ব্যাপক প্রচার-প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারহানা বিলকিস জানিয়েছেন, গত বৃহস্পতিবার আ’লীগের প্রার্থী মিজানুর রহমান মজনুকে নৌকা, বিএনপির প্রার্থী জয়নুল আবেদীন মাহবুবকে ধানের শীষ, সতন্ত্র প্রার্থী আব্দুল হাই চৌধুরীকে ঘোড়া প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত: নওগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম গ্রহের মৃত্যুতে আসনটি শুন্য হয়ে পড়ে। ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
Please follow and like us: