গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা পরিষদের পক্ষ থেকে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর কবিরকে স্বাগত সংবর্ধনা সভা গতকাল রবিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হক। সভায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেন মিলন।
এ সময় বক্তৃতা করেন ভাইস চেয়ারম্যান মো. ফরহাদ আলী বিদ্যুত, কৃষি অফিসার কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোস্তাফিজুর রহমান, তাড়াশ সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. বাবুল শেখ প্রমুখ। সভা পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মনসূর উদ্দিন।
Please follow and like us: