গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
মঙ্গলবার তাড়াশের বারুহাস ইউপির বিনোদপুর গ্রামে বঙ্গমাতা কলেজ প্রাঙ্গনে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ নিয়ে এক আলোচনা সভা ও তবারক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পতাকা উত্তোলন শেষে সকল বীর শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও অত্র কলেজের সভাপতি ড. প্রফেসর হোসেন মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মো. আব্দুল হক।
সভায় বক্তৃতা করেন, সিরাজগঞ্জ এডিসি জেনারেল কামরুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মনসূর উদ্দিন, জাতীয় চারনেতা পরিষদের তাড়াশ উপজেলা সভাপতি মোছা. মর্জিনা ইসলাম, সাধারণ সম্পাদক মো. সিরাজ সরকার, শিল্পপতি ও সমাজ সেবক লুথফর রহমান দিলু প্রমুখ।
এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সাত ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গসহ সাধারণ মানুষ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রলীগ সভাপতি আনিছ প্রধান ।