ঢাকাশুক্রবার , ১৮ আগস্ট ২০১৭
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ
আজকের সর্বশেষ সবখবর

৭ম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা তাড়াশে যুবককে পুলিশে দিল জনতা

সময়ের সংবাদ
আগস্ট ১৮, ২০১৭ ৩:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
সিরাজগঞ্জের তাড়াশে রুণা বালা উরাঁও নামে এক ৭ম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টায় পরেশ চন্দ্র দাশ (২৪) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে জনতা। শুক্রবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। রুণা বালা উপজেলার তালম ইউনিয়নের ধাওয়াপুর গ্রামের হরিদাস উরাঁও এর মেয়ে।
এলাকাবাসী জানান, বৃহস্পতিবার সকালে রুনা বালা কুন্দাসন দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিল। পথের মধ্যে দালান বাড়ি এলকায় তারাটিয়া গ্রামের লগেন চন্দ্র দাশের বখাটে ছেলে পরেস চন্দ্র দাশ তাকে শ্লীলতাহানীর চেষ্টা করে। এ সময় রুনা বালার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দৌড়ে নিকটবর্তী রোকনপুর গ্রামে পালিয়ে যায়। সেখানে জনতার হাটে আটক হয় সে। পরে গণপিটুনি দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমান জানান, শুক্রবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।