গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
সিরাজগঞ্জের তাড়াশে রুণা বালা উরাঁও নামে এক ৭ম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টায় পরেশ চন্দ্র দাশ (২৪) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে জনতা। শুক্রবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। রুণা বালা উপজেলার তালম ইউনিয়নের ধাওয়াপুর গ্রামের হরিদাস উরাঁও এর মেয়ে।
এলাকাবাসী জানান, বৃহস্পতিবার সকালে রুনা বালা কুন্দাসন দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিল। পথের মধ্যে দালান বাড়ি এলকায় তারাটিয়া গ্রামের লগেন চন্দ্র দাশের বখাটে ছেলে পরেস চন্দ্র দাশ তাকে শ্লীলতাহানীর চেষ্টা করে। এ সময় রুনা বালার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দৌড়ে নিকটবর্তী রোকনপুর গ্রামে পালিয়ে যায়। সেখানে জনতার হাটে আটক হয় সে। পরে গণপিটুনি দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমান জানান, শুক্রবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।