সময়ের সংবাদ: ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেটে ৮৪ রান করেছে তামিমের দল। কিউইদের চেয়ে ৬৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে টাইগাররা।
দলীয় মাত্র ১৭ রানেই সাজঘরে ফেরেন অধিনায়ক তামিম। সাউদির বলে পুল করতে গিয়ে স্যান্টনারকে ক্যাচ দেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ১৯ বলে ৮ রান করেন টাইগার অধিনায়ক।
সেই ধাক্কা কিছুটা সামলে উঠতেই প্যাভিলিয়নে ফেরেন সৌম্য। দলীয় ৫৮ রানের মাথায় আউট হন সৌম্য। ৬৪ বলে ৩৬ রান করেন তিনি।
খানিকবাদেই ফিরে যান সাকিব আল হাসান। বাজে শট খেলতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্ট ক্যাচ দেন টাইগার অলরাউন্ডার। মাত্র ৮ রান করেন সাকিব।
এর আগে ৭ উইকেটে ২৬০ রান নিয়ে ব্যাটিং শুরু করা নিউজিল্যান্ড দল আজ ২০.৪ ওভারে ৯৪ রান যোগ করে। ৯২.৪ ওভারে অলআউট হবার আগে ৩৫৪ রান করে স্বাগতিক দলটি।
হেনরি নিকোলস করেন ৯৮ রান। তাই এই ইনিংসে স্বাগতিকরা ৬৫ রানের লিড পায় উইলিয়ামসনের দল। –
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।