সময়ের সংবাদ: হাবিবের সুরে ও দ্বৈত গানে কণ্ঠ দিলেন ন্যান্সি ও প্রতীক হাসান। গানের শিরোনাম ‘প্রাণ খুলে বলে দেবো মনের কথা’। কোনো অ্যালবাম বা চলচ্চিত্র নয়, তাদের গানটি একটি বিজ্ঞাপনের জিঙ্গেল হিসেবে রেকর্ড করা হয়েছে। এটি ন্যান্সি ও প্রতীকের প্রথম দ্বৈত আয়োজন। শনিবার হাবিবের নিজস্ব স্টুডিওতে গানটি রেকর্ডিং সম্পন্ন হয়। হাবিব বলেন, ‘প্রাণ খুলে বলে দেবো’ পূর্ণাঙ্গ গান হিসেবে রেকর্ড করা হয়েছে। এগারো লাইনের এই গানের কথায় চমৎকার একটি গল্প তুলে ধরা হয়েছে। এ জন্য বলতে পারি, বিজ্ঞাপনের জিঙ্গেল হিসেবে এটি ব্যবহার হলেও শ্রোতা এতে ভিন্নধাঁচের গানের আমেজ খুঁজে পাবেন।’ ন্যান্সি বলেন, ‘হাবিব ওয়াহিদের সুরে অসংখ্য গান করেছি। কিন্তু এবার প্রথম তার সুরে প্রতীক হাসানের সঙ্গে কোনো জিঙ্গেলে কণ্ঠ দিলাম। বিজ্ঞাপনের এই গানটি সবার ভালো লাগবে বলে আমার ধারণা। হাবিব ও ন্যান্সির সঙ্গে গান করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রতীক হাসান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।