গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
সড়ক দুর্ঘটনার শিকার হয়ে জেলার তাড়াশের নওগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আমিরুল ইসলাম গ্রহ (৫০) নিহত হয়েছেন। শনিবার সকালে নলকা-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কের শিয়ালকোল ইউনিয়নের চারা বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ সদর থানা পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, “অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন” শীর্ষক এক প্রশিক্ষণে যোগদানের উদ্দেশ্যে শনিবার সকালে মটরসাইকেল নিয়ে তিনি বাড়ি থেকে সিরাজগঞ্জ শহরে রওয়ানা হন। বেলা সারে ১১ টার দিকে নলকা-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কের শিয়ালকোল ইউনিয়নের চারা বটতলা এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী বাসের সঙ্গে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২ টার সময় তাকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রোকনুজ্জামান।
নিহত এস এম আমিরুল ইসলাম গ্রহ নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেন মাস্টারের ছেলে। তিনি তাড়াশ উপজেলা বিএনপির সহ-সভাপতি ছিলেন।