গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
সিরাজগঞ্জ-৩, তাড়াশ-রায়গঞ্জ ও সলঙ্গা আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার সোমবার নওগাঁ শাহ শরীফ জিন্দানী (রহ.) মাজার জিয়ারত করেছেন। এ সময় নওগাঁ ইউনিয়ন বিএনপির উদ্যোগে মাজার প্রাঙ্গনে জিয়ারতপূর্ব এক সংক্ষিপ্ত সভা নওগাঁ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলী আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতায় আব্দুল মান্নান তালুকদার বলেন, আমি প্রত্যেকবার নির্বাচনের আগে নওগাঁ মাজার শরীফ জিয়ারত করে থাকি।
এ সময় আরো বক্তৃতা করেন তাড়াশ উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিরুল ইসলাম গ্রহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আছাদুজ্জামান আছাদ, সলঙ্গা থানা বিএনপির সহ-সভাপতি মেহেদী আফজাল পারভেজ, তাড়াশ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান টুটুল, সলঙ্গা থানা যুবদলের সভাপতি রাশেদুল হাসান পাপন, সাধারণ সম্পাদক শাহিন আলম, তাড়াশ উপজেলা যুবদলের উপদেষ্টা মো. আব্দুল হাকিম, নওগাঁ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল প্রমুখ।