গোলাম মোস্তফা, নিজস্ব সংবাদদাতা, সময়ের সংবাদ: শাহ্জাদপুরের সমকাল প্রতিনিধি সাংবাদিক শিমুলকে সংবাদ সংগ্রহের সময় গুলি করে হত্যা এবং হত্যাকারী শাহ্জাদপুর পৌর মেয়র মিরুকে গ্রেফতার ও বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে সারাদেশ। চলছে বিক্ষোভ মিছিল, মানবন্ধন, সমাবেশ, প্রতিবাদ সভা। ইতোমধ্যে শাহ্জাদপুরে পালন হয়েছে অর্ধ দিবস হরতাল।
এসব প্রতিবাদের সাথে একাত্ততা ঘোষণা করে তাড়াশ প্রেসক্লাব পালন করছে ৩ দিনের পৃথক কর্মসূচি। এ উপলক্ষে শনিবার প্রেসক্লাবে এক জরুরী সভায় প্রতিবাদ জানানো হয়। রবিবার শোক জানিয়ে প্রেসক্লাবের সকল সদস্য কালো ব্যাচ ধারন করেন এবং সোমবার মানববন্ধন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ টুডের গোলাম রাব্বানি সূর্য, মাই টিভি’র সনাতন দাস, বিজয় টিভি’র আলহাজ রনি, সমকালের আতিকুল ইসলাম বুলবল, ইত্তেফাকের গোলাম মোস্তফা, মানব জমিনের এম.এ মাজিদ, সকালের খবরের রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ বার্তার এম. সানোয়ার হোসেন, চাঁদ তারার মহসীন আলী, নবচেতনার সিতু সরকার, ভোরের ডাকের শাহিনুর ইসলাম শাহিন প্রমুখ।