গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
এক সময় সামান্য কারণে যাদের সংসারে ভুল বোঝাবোঝির সৃষ্টি হত। একটুতেই ঘটতো মান-অভিমানের ঘটনা। অবশেষে সবকিছুর অবসান ঘটিয়ে আবারও সংসার করছেন তাড়াশের শিপন ও মুন্নি।
জানা যায়, উপজেলার সগুনা ইউনিয়নের কুন্দইল গ্রামের শিপন আলী একই গ্রামের মুন্নি খাতুনের সাথে প্রায় তিন বছর আগে বিবাহ বন্ধনে বাধা পড়েন। সংসার শুরুর দিকে এদের দু’জনের মাঝে মধ্যে সামান্য বিষয়াদি নিয়ে মান অভিমান হত। এরকম অবস্থায় শিপনের স্ত্রী মুন্নি হঠাৎ একদিন বিষপান করে ফেলে।
ওই সময় শিপনের শশুড়বাড়ির লোকজন পারিবারিক এবং সামাজিকভাবে শিপন ও তার বাবাকে ঘায়েল করার উদ্দেশ্যে বিষপানের ঘটনাটিকে হত্যার চেষ্টা বলে প্রচার করতে থাকে। বলা হয় যৌতুক না দেওয়ায় শিপন মুন্নিকে দীর্ঘদিন ধরে অত্যাচার করে আসছিল। টাকা না পেয়ে মুখে জোর করে বিষ ঢেলে দিয়েছে। তবে শেষ পর্যন্ত সব স্বরযন্ত্র আর ভুলের অবসান ঘটিয়ে আবারও শান্তিতে সংসার করছেন শিপন ও মুন্নি।