ঢাকাবুধবার , ১৬ ডিসেম্বর ২০২০
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ
আজকের সর্বশেষ সবখবর

ষাড় গরুটি কার ?

সময়ের সংবাদ
ডিসেম্বর ১৬, ২০২০ ৪:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

অনেকগুলো গরুর সাথে লাল রঙের ষাড় গরুটিও ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিলো। কিন্তু হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলা বাজার এলাকায় এসে ট্রাক থেকে পড়ে যায়। ধারনা করা হচ্ছে ঢাকার দিকে নিয়ে যাওয়া হচ্ছিলো। ট্রাকের গতি বেশি থাকায় ও ঘন কুয়াশার কারণে হয়তবা ঐ গরুটি পড়ে গেলেও টের পাননি ট্রাকের চালক।
খালকুলা বাজারের ডিম বিক্রেতা নওগাঁ ইউনিয়নের খালকুলা গ্রামের আছান আলীর দুই ছেলে জামিল হোসেন ও কামিল হোসেন বলেন, গত (১৪ ডিসেম্বর) সোমবার সন্ধার দিকে গরুটি তাদের সামনে সড়কের উপর পড়ে যায়। পরে তারা বাড়িতে রেখে দেন।
এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাক থেকে পড়ে যাওয়া গরুটির মালিকানা নিয়ে স্থানীয়দের মধ্যে এক ধরনের বিশৃঙ্খলা দেখা দেয় “কেউ বলেন আমি আগে পড়ে যেতে দেখেছি, আরেকজন বলেন আমিই আগে দেখেছি” শেষমেষ ঝগড়া-বিবাদ রুখতে পুলিশ গরুটি জব্দ তালিকা মুলে জব্দ করে সংশ্লিষ্ট ইউপি সদস্য মজিবর রহমানের জিম্মায় রেখে দিয়েছেন।
এ প্রসঙ্গে তাড়াশ থানা ভারপ্রাপ্ত (কর্মকর্তা) ওসি মো. ফজলে আশিক বলেন, ট্রাক থেকে পড়ে পাওয়া ষাড় গরুটির প্রকৃত মালিকের সন্ধান করার সর্বাত্মক চেষ্টা চলেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।