গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
সিরাজগঞ্জ শাহ্জাদপুরের দৈনিক সমকাল প্রতিনিধি সাংবাদিক শিমুলকে সংবাদ সংগ্রহের সময় গুলি করে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারী শাহ্জাদপুর পৌর মেয়র ঘাতক হালিমুল হক মিরুর অবিলম্বে ফাঁসির দাবিতে বুধবার সকালে তাড়াশ প্রেসক্লাবের সামনে চলনবিলের ৯ উপজেলার সাংবাদিকরা ঘন্টাব্যাপী এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
তাড়াশ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে নেওয়া কর্মসূচিতে এম. মামুন হুসাইনের সভাপতিত্বে মির্জা ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাকিরুল ইসলাম সান্টু, আমিনুল ইসলাম, আব্দুর রাজজাক রাজু, মেহেরুল ইসলাম বাদল, মো. দুলাল আহমেদ, আতিকুল ইসলাম বুলবুল, সনাতন দাস, মো. রহুল আমিন বকুল, রফিকুল ইসলাম, তাপস কুমার ঘোষ কোরবান আলী, স্বপন কুমার রায়, মো. রফিকুল, মোনায়েম খান প্রমুখ।
মানববন্ধনে তাড়াশ, সিরাজগঞ্জ, নাটোর, রায়গঞ্জ, সলঙ্গা, সিংড়া, গুরুদাশপুর, উল্লাপাড়া এবং চাটমোহরের সাংবাদিকসহ স্থানীয় সকল শ্রেণি পেশার মানুষ একাত্মতা জানিয়ে হত্যাকারী মিরুর ফাঁসির দাবি জানান।