সময়ের সংবাদ:
শিক্ষার্থীদের জন্য ১৪ ইঞ্চি উচ্চ রেজুলেশনের ডিসপ্লের দুটি নতুন মডেলের ল্যাপটপ বাজারে ছেড়েছে ওয়ালটন।
বৃহস্পতিবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ওয়ালটন মেগা প্যাভিলিয়নে ‘সময় এখন বাংলাদেশের’ স্লোগানে নতুন ল্যাপটপের মোড়ক উন্মোচন করা হয়। মেলার পাশাপাশি সব ওয়ালটন প্লাজা ও আউলট লেটে এ দুটি ল্যাপটপ বিক্রি শুরু হয়েছে। টেমারিন্ড সিরিজের নতুন মডেলের দাম ২২ হাজার ৯৯০ টাকা ও প্যাসন সিরিজের দাম ২৩ হাজার ৯৯০ টাকা। এতে রয়েছে ৫০০ জিবি হার্ডডিস্ক ড্রাইভ, ৪ জিবি ডিডিআর ৩ এল র্যাম। ল্যাপটপের ওয়ারেন্টি ১ বছর বাড়িয়ে ২ বছর করার ঘোষণা দেওয়া হয়। ১২ মাসের কিস্তিতেও এটি কিনতে পারবেন ক্রেতারা।
অনুষ্ঠানের প্রধান অতিথি মোস্তাফা জব্বার আশা প্রকাশ করেন, দেশিয় এ ব্র্যান্ড আগামী দিনে ডিজিটাল ডিভাইস জাতীয় সব পণ্য দেশেই তৈরি করবে।
ওয়ালটনের নির্বাহী পরিচালক এসএম জাহিদ হাসান বলেন, ল্যাপটপ এখন আর কোনো বিলাসী পণ্য নয়, বরং প্রযুক্তিভিত্তিক শিক্ষায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টি মাথায় রেখেই শিক্ষার্থীদের ব্যবহার উপযোগী সাশ্রয়ী মূল্যের ল্যাপটপ আনা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটনের পরিচালক মো. হুমায়ুন কবীর, অতিরিক্ত পরিচালক মো. লিয়াকত আলী, মিডিয়া উপদেষ্টা এনায়েত ফেরদৌসসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।