ঢাকারবিবার , ২২ জানুয়ারি ২০১৭
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষাপ্রতিষ্ঠান সঠিক মূল্যায়নে শিক্ষার মান বাড়বে : শিক্ষামন্ত্রী

সময়ের সংবাদ
জানুয়ারি ২২, ২০১৭ ৬:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

সময়ের সংবাদ: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন কর্ম নির্ধারণ করে তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মনিটরিং ও মূল্যায়ন কার্যক্রম আরো গতিশীল করতে হবে। সঠিক মূল্যায়ন শিক্ষার মান উন্নয়নে সহায়ক হবে।

বুধবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘পরিবীক্ষণ ও মূল্যায়নের রূপরেখা, অর্জন ও লব্ধ অভিজ্ঞতা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় তিনি একথা বলেন।

মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. এস এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় আরো বক্তব্য রাখেন বিশ্বসাহিত্য কেন্দ্রের অধ্যাপক প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আব্দুলাহ আবু সায়ীদ, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমদ ও মহিউদ্দিন খান, মাউশির মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইংয়ের পরিচালক অধ্যাপক ড. মো. সেলিম মিয়া এবং বিশ্বব্যাংকের প্রতিনিধি টি এম আসাদুজ্জামান।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মান উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। স্কুল মনিটরিংয়ের জন্য পিয়ার ইভালুয়েশন ব্যবস্থা চালু করা হয়েছে। স্কুল পর্যায়ে ঝরে পড়া কমেছে এবং জেন্ডারসমতা অর্জিত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।