সময়ের সংবাদ: দারচিনি, এলাচ বা লবঙ্গ— অতি পরিচিত এই মসলাগুলো পাওয়া যায় সবার রান্নাঘরেই। তবে লবঙ্গের গুণাগুণ শুধু রান্নাতেই নয়, তার বাইরেও আছে। সুস্বাস্থ্যে লবঙ্গ নানা ভাবে আমাদের উপকারে আসে।
চলুন জেনে নেওয়া যাক লবঙ্গের এমনই কয়েকটি গুণাগুণ—
► দাঁতে যন্ত্রণা: দাঁতের যন্ত্রণায় কষ্ট পেলে লবঙ্গ চিবিয়ে খেলে যন্ত্রণা কমবে।
► বমি বমি ভাব: লবঙ্গ মুখে রাখলে বা জলের সঙ্গে কয়েক ফোঁটা লবঙ্গ তেল মিশিয়ে খেলে আপনার বমি বমি ভাব দূর হবে।
► জ্বর: ফ্লু- হাল্কা গরম জলে ১০ ফোঁটা লবঙ্গ তেল ও মধু যোগ করে খেয়ে নিন। ভাইরাল ফিভারে কাজে দেবে।
► মানসিক চাপ: মানসিক চাপ দূর করে লবঙ্গ। পঞ্চ ইন্দ্রিয়কে শিথিল রাখতে সাহায্য করে। লবঙ্গের সঙ্গে তুলসি পাতা, পুদিনা পাতা ও দারচিনি মিশিয়ে আপনি ফ্লেভার্ড চা তৈরি করতে পারেন।
► সর্দি-কাশি: সর্দি-কাশিতে লবঙ্গ খেলে আরাম পাওয়া যায়। কফ দূর হয়।
এছাড়া নিঃশ্বাসে দুর্গন্ধ দূর করতেও লবঙ্গের জুড়ি নেই
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।