ঢাকাবুধবার , ২৫ জানুয়ারি ২০১৭
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ
আজকের সর্বশেষ সবখবর

মোদিকে আমন্ত্রণ ট্রাম্পের

সময়ের সংবাদ
জানুয়ারি ২৫, ২০১৭ ৯:১০ পূর্বাহ্ণ
Link Copied!

সময়ের সংবাদ: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মোদিকে তিনি যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ট্রাম্পকেও ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন মোদি। আজ বুধবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

গতকাল মঙ্গলবার ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় বেলা একটা এবং ভারতের স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় ট্রাম্প ও মোদি পরস্পরের সঙ্গে ফোনে কথা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার চার দিনের মাথায় মোদিকে ফোন দিলেন ট্রাম্প।

মোদির সঙ্গে ফোনালাপে ভারতকে যুক্তরাষ্ট্রের সত্যিকারের বন্ধু হিসেবে বর্ণনা করেন ট্রাম্প।

হোয়াইট হাউসের বিবৃতিতে জানানো হয়, দুই নেতা অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবিলা প্রভৃতি নিয়ে আলোচনা করেছেন।

ট্রাম্প বলেন, বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতকে সত্যিকারের বন্ধু ও অংশীদার বিবেচনা করে যুক্তরাষ্ট্র।

দুই দেশের মধ্যে অংশীদারত্ব আরও জোরদার করার ক্ষেত্র নিয়ে আলাপ করেছেন মোদি ও ট্রাম্প।

দুই নেতা তাঁদের মধ্যকার ফোনালাপে বৈশ্বিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন।

মোদিকে চলতি বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্রে স্বাগত জানাতে আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প।

মোদি আজ টুইটারে বলেছেন, ট্রাম্পের সঙ্গে তাঁর আলোচনা ছিল উষ্ণ। সামনের দিনগুলোয় দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে তাঁরা দুজন একসঙ্গে কাজ করতে একমত হয়েছেন। একই সঙ্গে ট্রাম্পকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।