ঢাকারবিবার , ৫ ফেব্রুয়ারি ২০১৭
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ
আজকের সর্বশেষ সবখবর

মেয়র মিরুসহ ২ নেতাকে বহিষ্কারের সুপারিশ শাহজাদপুর আ’ লীগের

সময়ের সংবাদ
ফেব্রুয়ারি ৫, ২০১৭ ৭:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

সময়ের সংবাদ: সিরাজগঞ্জের শাহজাদপুরে মেয়রের গুলিতে সাংবাদিক শিমুল নিহতের ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরু এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য কে. এম নাসির উদ্দিনকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।
রোববার সকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের জরুরি সভায় এ সিদ্বান্ত নেয়া হয় বলে জানান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন।

তিনি জানান, সভায় উপজেলা আওয়ামী লীগের সকল নেতার উপস্থিতিতে সর্বসম্মতিতে উল্লেখিত সিদ্বান্ত নেওয়া হয়েছে। দ্রুত এ সংক্রান্ত পত্র জেলা আওয়ামী লীগের কাছে পাঠানো হবে। সভায় সাবেক এমপি চয়ন ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমানসহ দলের উপজেলা ও পৌর আওয়ামীলীগের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

তবে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস রোববার জানান, রোববার দুপুর ১টার পর্যন্ত শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কারের কোনো সুপারিশপত্র তারা পাননি।

তিনি বলেন, ‘দল থেকে কোনো নেতাকর্মীকে বহিষ্কারের ক্ষমতা আমাদের নেই। তৃণমূল থেকে কারো বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উত্থাপিত হলে তা আমরা কেন্দ্রে পাঠিয়ে দেই। কেন্দ্র তারপর সিদ্ধান্ত নেয়। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরুর বিরুদ্ধে কেন্দ্র থেকে কোনো নির্দেশনা এখনও হাতে এসে পৌঁছেনি।’

প্রসঙ্গত, আওয়ামী লীগের সংঘর্ষের সময় সমকালের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুল পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গত বৃহস্পতিবার পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরুর শটগানের গুলিতে আহত হন।

পরের দিন দুপুরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনার পর থেকে পৌর মেয়র গা ঢাকা দিয়েছেন। সাংবাদিক ও আহত ছাত্রনেতার স্বজনদের পক্ষ থেকে দায়ের করা পৃথক মামলায় এরই মধ্যে উপজেলা আওয়ামী লীগের সদস্য কে. এম নাসির উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।