মনজুরে মাওলা: মোটামুটিভাবে ১৯৫৮ কি তারপর থেকে লিখছি। কখনো বই করার কথা ভাবিনি। কখনো মনেই হয়নি যা লিখছি তা বই করার মতো কিছু হয়েছে। দ্বিতীয়ত, জানতামই না কী করে বই প্রকাশ করতে হয়। সে সময় জ্যেষ্ঠ বন্ধু অধ্যাপক আবদুল হাফিজ (যিনি তখন মুক্তধারার সঙ্গে যুক্ত ছিলেন) জোর করলেন আমার বই করার ব্যাপারে। তাঁর আগ্রহ ও উৎসাহেই নিমগ্ন, কি করে পারো প্রকাশিত হয়।
পিয়াস: প্রথম বইয়ের প্রথম কবিতার নাম ‘রবীন্দ্রনাথ’ আবার অন্য কবিতায় বজ্রসেন ও শ্যামার সংলাপেও পাওয়া যায় রবীন্দ্রনাথকে। রবীন্দ্রনাথ নিয়ে আগ্রহ কি তাহলে প্রথম তারুণ্যেই?
মাওলা: আগ্রহ তো অবচেতনে ছিলই। ১৯৬১-তে রবীন্দ্র জন্মশতবর্ষে আমরা বন্ধুরা—আবদুল্লাহ আবু সায়ীদ, কাজী মুশতাক হোসেন প্রমুখ তৎকালীন বিরুদ্ধ পরিস্থিতিতেও চেষ্টা করেছি রবীন্দ্রনাথ নিয়ে কিছু একটা করতে। সে সময়েই ঢাকাস্থ ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্র ঠিক করল রবীন্দ্রনাথকে নিবেদিত বিভিন্ন কবির কবিতার একটি সংকলন প্রকাশ করবে। আমাকেও বলা হলো কবিতা লিখতে। তিন-চারবার চেষ্টা করেও এক স্তবকের বেশি লিখতে পারিনি। পরে বিচ্ছিন্ন কয়েকটি স্তবক মিলিয়ে দাঁড়িয়ে গেল ‘রবীন্দ্রনাথ’ কবিতাটি।
পিয়াস: সুচিত্রা সেনের জন্য নামে আপনার একটি কবিতার বই প্রকাশিত হয় ২০০৫ সালে। নামটি চমকে দিয়েছিল অনেককেই…
মাওলা: এই বইয়ের দুটো দিক সম্পর্কে বলার আছে। প্রথমত, এ বইয়ে আমি সাধারণ অক্ষরবৃত্ত থেকে বেরিয়ে আসতে চেষ্টা করেছি। দ্বিতীয়ত, সুচিত্রা সেনকে আমাদের বিগত যৌবনের অবিস্মরণীয় অভিনেত্রী হিসেবেই দেখিনি শুধু—তাঁর রুচি, বলার ভঙ্গি, হাসি—যা আমাদের উজ্জীবিত করেছিল, সেগুলো কবিতার অনুভবে ধরতে চেয়েছি।
পিয়াস: রবীন্দ্রনাথকে নিয়ে এত লিখেছেন!—রবীন্দ্রনাথ: কবিতায় ছবি, একটি কবিতা: এলিয়ট, রবীন্দ্রনাথ ও আরও দুইজন, অল্প একটু রবীন্দ্রনাথ, একজন কবি বিষয়ে, গ্রহণ করেছো যত, রবীন্দ্রনাথ: রোগশয্যায়, আমি কবি ইত্যাদি আপনার প্রবন্ধের বই। দুই খণ্ডে সম্পাদনা করেছেন রবীন্দ্রনাথের নির্বাচিত কবিতা। রবীন্দ্রনাথ নিয়ে এতসব লেখার সূত্রপাতের সূত্রটি বলবেন…
মাওলা: বলতে গেলে অনেকটা বাধ্য হয়েই রবীন্দ্রনাথ সম্পর্কে লিখতে শুরু করি। তোমার এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আবদুল মান্নান সৈয়দের কথা খুব মনে পড়ে গেল। ও যখন চারিত্র নামের পত্রিকা সম্পাদনা করত তখন একদিন এসে বলল, মওলা ভাই, আপনাকে রবীন্দ্রনাথের ওপর লিখতে হবে। আমি বললাম, পাগল নাকি! আমি রবীন্দ্রনাথের কী জানি? মান্নান জোর করল, আপনাকে লিখতেই হবে। মূলত তার এই তাগাদাতেই রবীন্দ্রনাথের ওপর চারিত্র পত্রিকায় লিখলাম। প্রকাশের পর অনেকেই বলল, মন্দ হয়নি। যাই হোক, এই লেখার পর আরও লেখার ফরমাশ আসতে থাকে। আবুল হাসনাত তখন সংবাদের সাহিত্য সাময়িকী সম্পাদনা করত। প্রতি পঁচিশে বৈশাখ, বাইশে শ্রাবণে লেখা চাইত। এই করে করে রবীন্দ্রনাথ নিয়ে অনেক লেখা হয়ে গেল আমার।
পিয়াস: এই প্রশ্নের সূত্র ধরে বলি: রবীন্দ্রনাথ-নজরুল নিয়ে লিখতে গেলে আমাদের এখানে তাঁদের সমাজ-রাজনীতিক ভূমিকার কথা এতটা প্রবলভাবে আসে যে সাহিত্য-সমালোচনা সম্ভব হয় না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় ভক্তিবাদের প্রাবল্য। এ বিষয়ে আপনার বক্তব্য…
মাওলা: দেখো, আমি রবীন্দ্রনাথসহ সব কবি-লেখকরই নিজের মতো করে দেখি। তাঁদের কোনো বই পড়তে ইচ্ছা করলে এবং ভালো লাগলেই তবে পড়ি। ভালো না লাগলে বা ইচ্ছা না হলে তা সে যত ভালো বই-ই হোক, যত বিখ্যাতই হোক, পড়তে পারি না। আমি মূলত নিজের আনন্দের জন্য পড়ি-লিখি। ওই যে রবীন্দ্রনাথ নিয়ে লিখতে অনুরুদ্ধ হলাম, তারপর তাঁর সৃষ্টি ভবনে-ভুবনে প্রবেশ করে যে আনন্দাভিজ্ঞতা অর্জন করলাম, তা সবার মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছি। রবীন্দ্রনাথকে আমি তাঁর সমাজ-রাজনীতিকসহ বহু পরিচয়েই অল্পস্বল্প জানি। এ-ও জানি যে তিনি শুধু কবি নন, আরও অনেক কিছু। তবে আমি তাঁকে কবি হিসেবেই দেখতে চেয়েছি, দেখতে চাওয়ার আনন্দে।
পিয়াস: যত দূর জানি, সম্প্রতি টি এস এলিয়টের ওপর গবেষণা সম্পন্ন করেছেন আপনি। সে সম্পর্কে জানতে চাই…
মাওলা: এটা অনেক দীর্ঘ গল্প। পরিস্থিতির অভিঘাতে আমাকে এলিয়টের মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল বাংলায় অনুবাদ করতে হয়। চারপাশে অনেক হুল্লোড়ের মাঝে আমার নির্জন খাতা একদা ভরে উঠল এলিয়টের গির্জা, খুন, রক্তময় জগতে। তারপর এর ভূমিকা হিসেবে একটা দীর্ঘ লেখা দাঁড়িয়ে গেল। এলিয়টের এই অসাধারণ বইয়ের বিচিত্র বেশ কিছু সংস্করণ আমার আগ্রহ ও আলোচনার বিষয় ছিল। বন্ধুদের কারও কারও কাছে তা গবেষণাকর্ম বলে মনে হলো। কিন্তু আমার কাছে তা একান্তভাবেই ছিল আনন্দকর্ম।
পিয়াস: সুধীন্দ্রনাথ দত্তের একটি বই দশমীর কবিতাগুচ্ছ নিয়ে নষ্ট নীড় নামে গোটা একটি বই লিখেছেন। রবীন্দ্রনাথের পর তিরিশের কবিদের মধ্যে সুধীন্দ্রনাথ আপনাকে এতটা আকর্ষণ করল কী কারণে?
মাওলা: সুধীন দত্ত আমাকে আকর্ষণ করেন নানাভাবেই। তাঁর ‘সংবর্ত’ কবিতায় সে সময়ের রাজনৈতিক অবস্থা যেভাবে শিল্পিত-সুষমায় ফুটে উঠেছে, তা অবিস্মরণীয়। আজও তো পৃথিবীতে বহু আন্তর্জাতিক সংকট রয়েছে। সংকটের ছায়া কবিতার কায়ায় সফলভাবে ফুটিয়ে তোলার দৃষ্টান্ত সুধীন দত্তের মতো খুব একটা চোখে পড়ে না এখনো। তাঁর প্রতিটি শব্দ-বাক্য-পঙ্ক্তির ব্যবহার পরিমিত ও চিন্তাপ্রসূত। ঝট করে ভাবলাম আর লিখে ফেললাম এমনটি নয়। তাঁর কবিতায় শব্দেরা ব্যবহারিক অর্থের বাইরে গিয়ে ভিন্নমাত্রাও নির্দেশ করে। ‘যযাতি’ কবিতাটিও তীব্র সম্মোহক।
পিয়াস: আপনার অনেক পরিচয়ের পাশাপাশি গল্পের গোয়েন্দা, পড়তে চাই গোয়েন্দাগল্প—এই বইগুলোর লেখক হিসেবেও আপনি বিখ্যাত। গোয়েন্দা গল্পের ইতিহাস রচনার বিষয়টি বেশ কৌতূহলোদ্দীপক, তাই না?
মাওলা: গোয়েন্দা গল্পের জগৎও আমার কাছে ভীষণ আকর্ষণীয়। গোয়েন্দা গল্প ভালো লাগে দুটো কারণে। এক. এতে যে রহস্য থাকে তা যৌক্তিকভাবে সমাধান করতে হয়। পাঁচজন লোকের মাঝে খুনটি কে করেছে তা বের করতে হয়। দুই. কোনো কোনো গোয়েন্দা গল্পে—যেমন শরদিন্দুর ব্যোমকেশ-এ সমকালীন সমাজ এত চমৎকারভাবে এসেছে যে বিস্ময় মানতে হয়। আর্থার কোনাল ডোয়েলের শার্লক হোমস চরিত্রকে টি এস এলিয়টের মতো আমারও মনে হয় একজন জ্যান্ত মানুষ, যে আমাদের আশপাশেই ঘুরে বেড়াচ্ছে, রোমহর্ষক রহস্যের নিপুণ সমাধান করছে।
পিয়াস: ইবসেন নিয়েও কাজ করেছেন আপনি। বিশেষভাবে বলা যায়, ব্র্যান্ড নাটকের বাংলা পুনঃসৃষ্টির কথা…
মাওলা: নাটক নিয়ে আগ্রহ ছিল বিশ্ববিদ্যালয়-জীবনেই। তখন তো শেক্সপিয়ারসহ ইংরেজি নাটক পড়েছি, অন্যান্য ভাষার নাটকও পড়া হয়েছে। কামালউদ্দীন নীলুর আহ্বানে তাঁদের দল সিএটির জন্য ইবসেনের ব্র্যান্ড নাটকটি আবার নতুন করে পড়লাম। অনুবাদও করে ফেললাম। বলতে আনন্দ হয় যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রধান মঞ্চ উদ্বোধনের পর প্রথম বাণিজ্যিক কার্যক্রম শুরু হয় ব্র্যান্ড-এর মঞ্চায়ন দিয়ে। এ প্রসঙ্গে মজার একটি ঘটনাও মনে পড়ছে। একবার নীলুকে মফস্বলের কোনো সংগঠন প্রস্তাব দিল ইবসেনের একটি নাটক নিয়ে সেখানে যেতে। ওরা অন্য একটি নাটকের কথা বলেছিল কিন্তু সেই সংগঠনের লোকেরা জোর দিয়ে বলল, ‘আমরা ব্র্যান্ড-ই চাই’। আমি মজা করে বললাম, ‘হ্যাঁ, ব্র্যান্ডি যদি দাও তাহলে আগে আমাকেও কিছুটা দিয়ে যেও।’
পিয়াস: শ্রাবণ নামে একটি ত্রৈমাসিক সাহিত্যপত্র সম্পাদনা করতেন এক সময়ে—১৯৮৬-৮৭ সালের দিকে। আপনার সম্পাদনায় আমরা নতুন কোনো সাহিত্যপত্র পাব কি?
মাওলা: শ্রাবণ প্রকাশের সময়ে আমাদের নীতি ছিল আমরা ঘরের খেয়ে বনের মোষ তাড়াব না, ব্যবসায়িকভাবে সফল হব। সফল হয়েছিলামও কিছুটা। পত্রিকার সব ব্যয় নির্বাহ করে লেখকদের সম্মানী দিয়েও সেই সময়ে আমরা অন্তত পাঁচ শ টাকা লাভ করতে পেরেছি। তারপরও পত্রিকাটি চালাতে পারিনি বেশি দিন। ইচ্ছা হয় আবার নতুন করে একটা কাগজ করি। কিন্তু সময় এতটাই পাল্টে গেছে যে এখন আমার পক্ষে তা করা খুব মুশকিল।
পিয়াস: সিরিজ কাজের প্রতি আপনার আগ্রহ অনেক দিনের। বাংলা একাডেমির মহাপরিচালক থাকাকালে সাহিত্য-সমাজ-বিজ্ঞান-রাজনীতি-অর্থনীতিসহ বিচিত্র বিষয়ে ‘ভাষা-শহীদ গ্রন্থমালা সিরিজ’-এ ১০১টি বই প্রকাশের প্রেক্ষাপট সম্পর্কে কিছু বলবেন কি?
মাওলা: এই সিরিজ গ্রন্থমালা প্রকাশের বড় কৃতিত্ব দিতে হয় একাডেমির গবেষণা, সংকলন ও ফোকলোর বিভাগের তৎকালীন পরিচালক (বর্তমান মহাপরিচালক) শামসুজ্জামান খানকেই। আমার তৃপ্তির জায়গা এই যে এই সিরিজে এমন অনেকে আমাদের জন্য লিখেছেন, যাঁদের প্রথম বই ছিল ওইটি; এবং আরও ভালো লেগেছে যে এঁদের অনেকেই পরে লেখালেখিতে কৃতিত্ব দেখিয়েছেন। একাডেমি একটা সূত্র ধরিয়ে দিয়েছে মাত্র।
পিয়াস: রবীন্দ্র জন্ম–সার্ধশতবর্ষে ‘মূর্ধন্য’ নামে একটি প্রকাশনী থেকে আপনার পরিকল্পনা ও সম্পাদনায় ১৫১টি রবীন্দ্রবিষয়ক বই প্রকাশিত হলো। এত বড় একটি কাজ বাস্তবায়নের অভিজ্ঞতা জানতে চাই।
মাওলা: এই কাজের জন্য কারও কাছে হাত পাতিনি। কারও কাছে কোনো বিষয়ে সাহায্য নিলে তার ইচ্ছেমতোই চলতে হয় অনেকটা। সবাইকে বলেছি, বইগুলো যেন সংগ্রহ করে। তবে এ কাজে স্বতঃপ্রণোদিত সহায়তায় যাঁরা এগিয়ে এসেছেন, তাঁদের মধ্যে ফজলে হাসান আবেদ এবং ঢাকা ক্লাবের নাম উল্লেখ না করে পারছি না। একেবারেই শূন্য থেকে কাজটি শুরু করি। আমার ভাবনা ছিল এই কাজে প্রাজ্ঞ-প্রবীণ থেকে তরুণ রবীন্দ্রচিন্তকদের ভাবনাগুলোর সমন্বয় সাধন। ‘ভাষা-শহীদ গ্রন্থমালা’র মতো এই সিরিজেও এমন অনেকে লিখেছেন, যাঁদের প্রথম পূর্ণাঙ্গ রচনা হয়তো এই সিরিজের বই। ভালো-মন্দ যা-ই হোক, এত বড় একটি কাজ যে আমরা সম্পন্ন করতে পারলাম, এখন ভাবলে নিজের কাছে নিজেই বিস্ময় মানি।
পিয়াস: এসব কাজে নির্ধারিত সময়-পরিধি বাধা থাকে বলে তাড়াহুড়োর কথাও বলেন কেউ কেউ। আপনার অভিমত কী?
মাওলা: দ্রুত না হলে অনেক সময় নানা জটিলতায় এ ধরনের কাজ আর শেষ করা হয় না। শুধু লক্ষ্য রাখা দরকার যে কাজের উদ্দেশ্য যেন অক্ষুণ্ন থাকে।
পিয়াস: অমর একুশে গ্রন্থমেলা সমাগত। আশির দশকের মাঝামাঝি—১৯৮৪ সালে এই মেলার নতুন রূপদানে আপনার ভূমিকার কথা আমরা জানি। গ্রন্থমেলা সম্পর্কে যদি কিছু বলতেন…
মাওলা: আগে ছিল ‘বাংলা একাডেমি বইমেলা’ পরে হলো ‘অমর একুশে গ্রন্থমেলা’। দুটোর মধ্যে পার্থক্য দুস্তর। বাংলা একাডেমি বইমেলা বলতে একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের মেলাকে বোঝাত। আর যখন এটি অমর একুশে গ্রন্থমেলায় রূপান্তরিত হলো, তখন এতে মৌলিক একটি পরিবর্তন এল। একুশের আবেগকে ধারণ করে এটি হয়ে উঠল সবার প্রাণের মেলা।
পিয়াস: বাংলা কবিতার একটি সংকলন করার পরিকল্পনা শুনেছিলাম আপনার…
মাওলা: হ্যাঁ ছিল। আবু সয়ীদ আইয়ুব ও হীরেন্দ্রনাথ দত্তের যে আধুনিক বাংলা কবিতা তাতে হয়তো অনেক অপূর্ণতা আছে। এই সংকলনে আহসান হাবীব, আবুল হোসেন, ফররুখ আহমদ—এঁদের কবিতা নেই, না থাকার কোনো সংগত কারণই নেই। তবু এসব অপূর্ণতার মধ্যেও সংকলনটির ইতিবাচক দিক আছে। এর মধ্য দিয়ে তখনকার কবিতা সম্পর্কে একটি মোটামুটি ধারণা পাওয়া যায়। কিন্তু চল্লিশের দশক থেকে এখন পর্যন্ত আমাদের কবিতাসমুদ্রে যে বিপুল বৈচিত্র্যের জোয়ার এসেছে, তা ভালো কোনো সংকলন না থাকায় পাঠকের পক্ষে উদ্ধার করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। সে চিন্তা থেকে সংকলনটি করার কথা ভেবেছি।
পিয়াস: সমকালীন সাহিত্য—বিশেষত কবিতা সম্পর্কে আপনার মূল্যায়ন কী?
মাওলা: কী অসাধারণ বৈচিত্র্য এসেছে আমাদের তরুণদের লেখায়, ভাবলে বিস্ময় জাগে! এখন তারা অনায়াসে কবিতায় ইংরেজি শব্দ ব্যবহার করছে, ছন্দ ভেঙে দিচ্ছে, লোকগাথার ব্যবহার করছে। অনেক কবিতায় প্রথাগত অর্থ খুঁজে পাওয়া যায় না কিন্তু কবিতা হিসেবে তা উত্তীর্ণ। আবার অনেকে পুরোনো অব্যবহৃত শব্দকে নতুন ব্যঞ্জনায় ব্যবহার করছে। সব মিলিয়ে জীবনের নানা বৈচিত্র্য যেভাবে তরুণদের কবিতায়, সাহিত্যে ভাস্বর হয়ে উঠছে তা পড়ে পাঠক হিসেবে আমার আনন্দের কোনো শেষ নেই।
Related
- ১৩০ জন শিক্ষার্থীর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
- ৩৩৯৭ শিক্ষার্থী পেল ইউএনডিপি-ইউকে এইডের শিক্ষা অনুদান
- ৬ষ্ঠ শ্রেণির কিশোরীর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন !!
- অনন্য উদ্যোগ
- অসুস্থ ব্যক্তির রোগ-যন্ত্রণা গোনাহের কাফফারা
- আজ বিশ্ব বাবা দিবস!!
- আজকের এ দিনে রুমা পৃথিবীতে আসে!
- আমি কালো বলেই আমার সেক্স অ্যাপিল রয়েছে- বিস্ফোরক বিপাশা বসু
- আলোচনা সভা
- আল্লাহ তাদের শাস্তি দিবেন না..
- আসছে সূর্যগ্রহণে বিদায় নেবে করোনা
- ইরাকের ৮০ লক্ষ্যবস্তুতে একযোগে বিমান হামলা চালাল তুরস্ক
- উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুন্দরগঞ্জে পানিবন্দি ২ হাজার পরিবার
- উড়োর পিন্ডি বুড়োর ঘাড়ে
- এই ৫ খাবার আপনার ক্ষুধা কমিয়ে দেবে
- একটি ঘরের অভাবে চলে গেল স্ত্রী’ও!
- এবার দেশেই তৈরি প্রাইভেটকার! ২০ মিনিট চার্জে চলবে ৪'শ কিমি.!!
- এবারের হজে অংশ নিতে পারবেন মাত্র ১০ হাজার মানুষ
- এমপি সাদ এরশাদকে কাছে পেয়ে কষ্টের কথা জানালেন হিজড়ারা
- ওজন বাড়াতে পাতে রাখবেন যে খাবার
- ওয়েব সিরিজের নামে নীল ছবি!!
- কপিরাইট আইন লঙ্ঘনের দায়ে কারাদণ্ড হতে পারে শাকিব খানের
- কমিউনিটি ক্লিনিকসহ দুই শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে
- কমেছে সতর্কতা! গাইবান্ধায় আক্রান্ত বেড়ে ৫৬৩
- করোনা
- করোনা পরিস্থিতিতে ধৈর্য ধারণ ও দোয়া
- করোনাকালে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপায়
- করোনায় আক্রান্ত তথ্যসচিব
- করোনায় আক্রান্ত রাখাল
- করোনায় লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকের মৃত্যু!!
- করোনায় শনাক্ত বাড়ছে
- করোনার এই বর্ষায়
- করোনার তিন বড় ধাক্কা আওয়ামী লীগে
- করোনার থাবা থেকে রংপুরবাসীকে মায়ের মতো আগলে রাখবো- তুষার কান্তি মন্ডল!
- করোনার দিনে তীব্র গরমে র্যাশ চুলকানি
- করোনার সময় আমাদের মন ও আচরণ যেমন হওয়া কাম্য!
- কর্মবঞ্চিত ও অসহায় মানুষের পাশে ড. টি.এম মাহবুবর রহমান
- কর্মবঞ্চিতদের মাঝে নিজস্ব অর্থায়নে খলিলুরের খাদ্য সামগ্রী বিতর
- কাব্য প্রেমী
- কামরানের মৃত্যুতে রাষ্ট্রপতি
- কালীগঞ্জে একটি ব্রীজের অভাবে ভোগান্তিতে এলাকাবাসী
- কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে তুষার কান্তির শোক
- কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির চরম অবনতি
- কে কয়টি গাছ লাগিয়েছে : নেতাকর্মীদের প্রধানমন্ত্রী
- কোয়ারেন্টাইনে ৫০ ছাগল ও ভেড়া!
- ক্যাসিনোকাণ্ডের দুই হোতা এনু-রুপনের জামিন মেলেনি
- খবর নেব
- খলিফা হারুন অর রশীদের কাহিনি
- খুন করা হয়েছে সুশান্তকে!!
- খুব সহজেই তৈরি করতে পারেন তন্দুরি চিকেন
- খেলাধুলা
- গঙ্গাচড়া সড়কে নিভে গেলো একটি তাজা প্রাণ!!
- গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ১০৪১
- গাইবান্ধায় ঈদ কেনাকাটায় মানুষের ভিড়
- গাইবান্ধায় করোনা আতঙ্কের মধ্যেই বাড়ছে ডেঙ্গুর শঙ্কা
- গাইবান্ধায় বাস চাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত
- গাজিপুরে ব্যবহারের চেয়েও বেশি বিল গুণতে হচ্ছে বিদ্যুৎ গ্রাহকদের!
- ঘামাচি থেকে রক্ষায়
- চলে গেল ৭০ সৈন্যের তাজা প্রাণ
- চাইলেই চীনা সঙ্গ ছাড়তে পারবে না ভারতের ক্রিকেট বোর্ড
- চিত্র নায়িকা নুসরাত জাহান ঝিমু অসুস্থ! আইসিইউতে ভর্তি
- চীনের বিরুদ্ধে হঠাৎ বন্ধু সেজে ছুরি মারা’র অভিযোগ মিয়ানমারের!
- ছাত্রলীগের দাবির প্রেক্ষিতে ইবি ছাত্র ইউনিয়ন সম্পাদক বহিষ্কার
- ছুটিতে থাকা প্রবাসীদের ফিরে আসা অনিশ্চিত
- জামালপুরে স্বাস্থ্যবিধি না মেনে তথ্য ও নমুনা সংগ্রহ
- ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি:-করোনা সংকটে সুফল মিলছে
- তাড়াইলের ৫ জন কুখ্যাত জুয়ারী গ্রেফতার
- তানোরে অসুস্থ নারীর পাশে দাঁড়ালেন ইউএনও
- তুষার কান্তির উদ্যোগে বাংলাদেশ আ'লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- ত্বকের উজ্জ্বলতা ফেরাবে পেঁপে সাবান! তৈরি করুন ঘরেই
- দশ হাজার টাকায় লেবু চাষ - এখন দশ লাখ টাকার মালিক রংপুরের ওয়ালিদ
- দাবি ভারতীয় বিজ্ঞানীর
- দায়িত্ববোধ থেকে ঝুঁকি জেনেও শুটিং করছি: টয়া
- দোয়া মাহফিল ও এতিমখানায় খাবার বিতরণ করা হয়েছে।
- দোয়ার আয়োজন
- ধামইরহাটে বিজিবির অভিযানে ১৮০ বোতল ফেনসিডিল উদ্ধার
- নাসিমকে ব্যঙ্গ করে পোস্ট!! বেরোবির শিক্ষকের রিমান্ড শুনানি বুধবার
- নিখোঁজের পর পুকুরে মিলল পুলিশ কর্মকর্তার স্ত্রীর লাশ
- পবিত্র যিলকদ মাসের চাঁদ দেখা গেছে
- পাওয়ার ট্রলির চাকায় পিষ্ট হয়ে চালকের মৃত্যু !
- পুরুষ নির্যাতন
- পুরো বছরের বেতন পাবেন রুমানা-সালমারা
- পুলিশের হতে মোটরসাইকেল সহ চোর গ্রেফতার
- পৃথিবীর কিছু অদ্ভুত বিয়ের বর-কনে!
- প্রখ্যাত রসায়নবিদ প্রফুল্ল রায়ের প্রয়াণ
- প্রচন্ড গরমে করণীয়..
- প্রণোদনা পেতে করোনা রোগী সেজে ধরা পড়লেন রেলওয়ের কুতুবে রাব্বানী
- প্রথম হাতহীন নারী পাইলট
- প্রধানমন্ত্রী ও স্পিকারের শোক
- প্রাণ ফিরে পেয়েছে বঙ্গবন্ধু সাফারি পার্ক
- ফেনীতে করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্য
- ফেসবুক মেসেঞ্জার ডাউন!
- বন্যার পানিতে ভেসে উঠলো লাশ
- বাড়ছে করোনা আশঙ্কা!
- বাড়ছে করোনা ঝুঁকি
- বিপদসীমার ২৮ সেমি. উপরে তিস্তার পানি!!
- বিয়ে না করা পর্যন্ত বাড়ি ছাড়ব না!
- বিয়ের দাবীতে অনশনে বসা ষষ্ঠ শ্রেণীর সেই ছাত্রীর বাল্য বিয়ে সম্পন্ন!!
- বিলুপ্ত প্রায় নিপুণ কারিগর বাবুই পাখির দৃষ্টিনন্দন বাসা!
- বেশিরভাগ ব্যবসা চালু হচ্ছে সিঙ্গাপুরে
- ভারতের খোঁজ
- ভেষজ চা- হেলদি চা!!
- ময়মনসিংহ কারাগারে করোনায় আক্রান্ত হয়ে এক হাজতির মৃত্যু
- মশা তাড়ান তেজপাতা দিয়ে
- মহামারি থেকে বাঁচতে হাদিসের নির্দেশনা
- মানবিক উদ্যোগ: অক্সিজেন ব্যাংক
- মানুষ না থাকলে বাজেট কার জন্য: অর্থমন্ত্রী
- মিলিয়ন ডলার দিয়ে প্রিয়াঙ্কাকে নিচ্ছে অ্যামাজন
- মুখরোচক আলুর স্যান্ডউইচ
- মৃত ডাক্তারের প্যাড ব্যবহার: ভুয়া ডাক্তার গ্রেফতার
- মৃত্যু ১২
- মৃত্যু-১৪
- মোঃনয়ন ইসলাম শুভ
- মোহাম্মদপুরে তুরাগ নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
- যমুনার ভাঙনে প্রাথমিক বিদ্যালয়
- যশোরে ভিডিও কনফারেন্স এ যুক্ত ছিলেন জেলা প্রশাসক শফিউল আরিফ
- যে দ্বীপ এখন বিড়ালদের দখলে
- যে সব ব্যায়াম করলে মানসিক চাপ কমে
- যে সমাধিতে ছিল গোপন বাংকার
- রংপুর মহানগর আ'লীগের উদ্যোগে ফলজ ও ওষুধি চারা রোপণ!!
- রংপুর মহানগর আ'লীগের বৃক্ষরোপন কর্মসূচী:- ৫০ হাজার গাছ লাগানোর উদ্যোগ
- রংপুর রেঞ্জে আবারো শ্রেষ্ঠ এসপি বিপ্লব কুমার সরকার
- রংপুরে তুষার কান্তি আদর্শ নেতার প্রতিচ্ছবি -পুরো জেলায় মেস ভাড়া ৪০% মওকুফ!
- রংপুরে আউশ আবাদে রেকর্ড
- রংপুরে এরশাদের কবরে হাজারো নেতা-কর্মীর শ্রদ্ধা নিবেদন
- রংপুরে ভুয়া চিকিৎসক ও দালালসহ গ্রেফতার ৭
- রংপুরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্য মন্ত্রীর রোগমুক্তিতে দুআ মাহফিল
- রংপুরের পীরগাছায় গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা নাকি হত্যা?
- রমজানের শিক্ষা পুরো বছর ধরে রাখা উচিত
- রসিক মেয়রের উদাসীনতার প্রতিবাদে রংপুর মহানগর উন্নয়ন ফোরামের মানববন্ধন!
- রামুতে অন্তঃসত্ত্বা মায়েদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিল সেনাবাহিনী
- রায়শ্রী উত্তর ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার ২ টন চাল বিতরণ
- রূপচর্চায় অ্যালোভেরার ৫ ব্যবহার
- লকডাউন শিথিল
- লালমনিরহাটে একদিনে তিন লাশ!!নিখোঁজ একরামুলের মরদেহ খুঁজে পেল কুকুর!
- লালমনিরহাটের সেই মমিনুল !চুরির নেপথ্যে মাদক নেশা যার কাজ!!
- লোহাগড়ায় ছেলের হাতে মায়ের মৃত্যু
- শাকিব খানের বিরুদ্ধে ডিজিটাল আইনে অভিযোগ দায়ের
- শিক্ষার স্বার্থে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ভাব ও ভাবনা- নূরুল আলম
- শিশু নির্যাতন
- শিশুহত্যা
- সামান্য বৃষ্টিতে বেহাল দশা রংপুর সিটির!! চরম ভোগান্তিতে নগরবাসী
- সামান্য লাউয়ের খোসার জন্য যুদ্ধ
- সিরাজগঞ্জে আজও নতুন করে ১৩ জনের শরীরে করোনা শনাক্ত!!
- সুন্দরগঞ্জে নালা থেকে শিশুর মরদেহ উদ্ধার!
- সুন্দরগঞ্জে ৫ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত!!
- সুন্দরগঞ্জে প্যারামেডিকেল ডাক্তার এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
- সুন্দরগঞ্জে প্রতারক নাছির আবারো গ্রেফতার!!
- সুন্দরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে যৌন নিপীড়ন!!থানায় মামলা
- সুন্দরগঞ্জে হাত-পা বেঁধে স্ত্রীকে হত্যা
- সৌরবিদ্যুৎ ব্যবহারে সাফল্য!!
- স্টাফ রিপোর্টারঃ
- স্টাফ রিপোর্টার :
- স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নওগাঁর সাপাহার মোটরশ্রমিক ইউনিয়নের উদ্যোগে কোরআন খতম
- স্বাস্থ্য খাতে মাফিয়া ডন!সরিয়ে নেয়া হচ্ছে ডজনের অধিক সরকারি কর্মকর্তাকে!!
- স্বাস্থ্যখাত গিলে খাওয়া মিঠুর ভাতিজিকে রংপুর মেডিকেল থেকে বদলি!
- স্বাস্থ্যবিধি না মানায় ঝিনাইদহে ৫২ জনকে জরিমানা
- স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই!!করোনা ঝুঁকি বাড়াচ্ছে গাইবান্ধার দারিয়াপুর পশুর হাট
- স্যানিটাইজারে মিশছে বিষ! দীর্ঘ ব্যবহারের ফল মৃত্যু!
- হজ নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি সৌদি
- হাফিজুর রহমান
- হাসপাতাল সিলগালা
- হাসি-আনন্দের বাংলাদেশ আবারও ফিরে আসবে: কাদের
- হিরো আলমের বিরুদ্ধে নায়িকা বানানোর সুযোগ দিয়ে তরুণীকে কুপ্রস্তাব!থানায় জিডি
- 🌹🌹🌹কাব্য প্রেমী🌹🌹🌹