আরিফুল ইসলামঃ
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২২ইং যথাযোগ্য মর্যাদায় উদযাপন, কর্মসূচি প্রণয়ন এবং সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জ তাড়াশ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে নির্বাহী অফিসার মোঃ মেজবাউল করিম’র সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান মনি, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, আরশেদুল ইসলাম, এস এম আঃ রাজ্জাক, সাইদুর রহমান সাজু, আব্দুল সোবাহান, শিক্ষা অফিসার মোঃ আক্তারুজ্জামান, সমাজসেবা অফিসার মোঃ মনিরুজ্জামান, সগুনা ইউপি চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টু, মাগুরা বিনোদ ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট প্রমূখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।