ঢাকাবুধবার , ২৫ জানুয়ারি ২০১৭
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইমো

সময়ের সংবাদ
জানুয়ারি ২৫, ২০১৭ ৯:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

সময়ের সংবাদ: এখন মনের ভাব প্রকাশে একগাদা শব্দ লেখার আর প্রয়োজন হয় না। স্রেফ একটা ইমোজি দিয়েই কথা সেরে ফেলা যায়। হাসি, কান্না, রাগ, দুঃখ, অভিমান, চিন্তাসহ নানা ইমোজির ভিড়ে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত ইমোজিটি হলো প্রচণ্ড আনন্দে চোখে জল। গোটা বিশ্বে একটি সমীক্ষা চালিয়ে দেখা গেছে, প্রতি মুহূর্তে যত ইমোজি ব্যবহৃত হয়, তার মধ্যে সবচেয়ে ব্যবহৃত ও জনপ্রিয় ইমোজি হল এটাই।

ইউনিভার্সিটি অফ মিশিগানের একদল তথ্যপ্রযুক্তি গবেষকের সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে, বিশ্বে রোজ যত ইমোজি ব্যবহৃত হয়, তার মধ্যে ১৫.৪ শতাংশই হল খুশিতে হাসতে হাসতে চোখে জল আসা ইমোজি। সবচেয়ে ব্যবহৃত প্রথম ২০টি ইমোজি হল বিভিন্ন ভঙ্গির মুখ, হৃদয় ও হাত। মনের ভাব প্রকাশে শারীরিক অঙ্গভঙ্গিকেই বেশি পছন্দ করে মানুষ।

দেশের ভিত্তিতে দেখা যাচ্ছে, ফরাসিরা সবচেয়ে বেশি ব্যবহার করেন হার্ট ইমোজি। ফ্রান্সের ব্যবহৃত মোট ইমোজির ২০ শতাংশই হার্ট। সুখের ইমোজি ব্যবহারে প্রথম তিনেই রয়েছে অস্ট্রেলিয়া, ফ্রান্স ও চেক প্রজাতন্ত্র। দুঃখের ইমোজি ব্যবহারে প্রথম সারিতে রয়েছে মেক্সিকো, চিলি, পেরু ও কলম্বিয়া।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।