গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
সিরাজগঞ্জের তাড়াশে রঘুনিলী মঙ্গলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাত, দুর্নীতি, স্বেচ্ছাচারিতাসহ নানা অভিযোগে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচি পালন করেছে। রবিবার সকালে প্রতিষ্ঠানের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা ওই কর্মসূচিতে অংশ নিয়ে দুর্নীতিবাজ প্রধান শিক্ষক রবিউলজ্জামান নান্ন্ুর অফিস কক্ষে তালা দিয়ে তার বিরুদ্ধে কতৃপক্ষের ব্যবস্থা গ্রহনের দাবিতে শ্লোগান দিতে থাকেন। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিদ্যালয় চত্বরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিল শেষে তাড়াশ-খালকুলা আঞ্চলিক সড়ক অবোরোধ করে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছান তাড়াশ থানা পুলিশ ও উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার।
আন্দোলনরতরা শিক্ষার্থী, একাধিক শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা জানান, প্রধান শিক্ষক রবিউজ্জামান নাননু বিদ্যালয়টি পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করে ক্ষমতার অপব্যবহার করে তার পিতা আলহাজ্ব মো. আবুল কাসেমকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নিযুক্ত করেছেন, তার স্ত্রীকে শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষকদের প্রতিনিধি বানিয়েছেন। এছাড়াও তার ছোট ভাই, চাচাত ভাই এবং তাদের স্ত্রীদের শিক্ষক নিয়োগ দিয়ে প্রতিষ্ঠানকে একটি পারিবারিক প্রতিষ্ঠানে রুপ দিয়েছেন।
এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য কামরুজ্জামান কাবিল আরও জানান, বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ক্ষমতার দাপটে তিনি বিদ্যালয়ের বিভিন্ন তহবিলের অর্থ আত্মসাত করে আসছেন। এসবের প্রতিবাদ করলে তিনি অন্যায়ভাবে শিক্ষদের কারণ দর্শানোর নোটিশ দিয়ে হয়রানী করে থাকেন। সম্প্রতি এনিয়ে বিদ্যালয়ের শিক্ষকরা বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়ে তারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে অবস্থান নেন এবং অধ্য বার্ষিকী পরীক্ষার খাতা মুলয়ন করা থেকে বিরত থাকেন। ফলে এ পরীক্ষার ফলা ফল প্রকাশের তারিখ ৫ আগষ্ট ফলা ফল প্রকাশ না হওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষুদ্ধ হয়ে অন্দনলোন কর্মসূচি গ্রহন করে। এতে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, অভিবাবক ও এলাকাবাসী একত্বতা ঘোষণা করেন।
এ প্রসঙ্গে রঘুনিলী মঙ্গলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউজ্জামান নান্নু জানান, কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়ায় তার কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে অবৈধ আন্দোলন করানো হচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির জাকির হোসেন বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।
তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমান জানান, পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়।