গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
সিরাজগঞ্জের তাড়াশে বাল্যবিবাহ, জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্ধে জন সচেতনতা তৈরির লক্ষে সাইকেল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের তত্বাবধায়নে চলো বদলাই নামের একটি সামাজিক সংগঠন এসব কর্মসূচি বাস্তবায়ন করছে। এতে সার্বিক সহযোগিতা করেন দৈনিক ইত্তেফাক পরিবারের পক্ষে তাড়াশ সংবাদদাতা গোলাম মোস্তফা।
কর্মসূচি ঘিরে বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজক সংগঠনের সভাপতি মো. ফাহমিদুল হাসান সোহাগের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হক। বক্তবে তিনি বলেন, গোটা জাতী ও দেশকে অন্ধকার থেকে স্থায়ী মুক্ত করতে হলে বাল্যবিবাহ, জঙ্গীবাদ ও মাদক প্রতিরোধের কোন বিকল্প নাই। তিনি ইত্তেফাক পরিবারকে সাধুবাদ জানান এমন একটি ব্যাপক জনসচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নে সহয়তা করার জন্য।
এ সময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাবেক সাধারণ সম্পাদক জর্জিয়াস মিলন রুবেল, তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল বারী, উপজেলা ছাত্রলীগ সভাপতি আনিছ প্রধান, তাড়াশ ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি মো. ইকবাল হাসান রুবেল প্রমুখ।
শিশুর শারীরিক ও মানসিক বিকাশে বাল্যবিবাহ রোধ করি, সবাই মিলে শপথ নিন-জঙ্গীবাদ রুখে দিন, মাদককে না বলি-সুস্থ সুন্দর জীবন গড়ি এই তিনটি স্লোগান সামনে রেখে তাড়াশ ডিগ্রি কলেজের ৩০ জন শিক্ষার্থীর অংশগ্রহনে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে সাইকেল র্যালিটি যাত্রা শুরু করে। বুধবার ও বৃহস্পতিবার দুইদিন এসব শিক্ষার্থীরা উপজেলার আট ইউপিতে ঘুরে বেড়াবেন। এ সময়ের মধ্যে তারা প্রতিটি ইউনিয়নের একটি করে শিক্ষা প্রতিষ্ঠানে বাল্যবিবাহ জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্ধে জন সচেতনতা তৈরির লক্ষে সংক্ষিপ্ত সভা করবেন।