ঢাকারবিবার , ৫ ফেব্রুয়ারি ২০১৭
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ
আজকের সর্বশেষ সবখবর

বাণিজ্য মেলায় ২৪৩ কোটি টাকার রফতানি আদেশ

সময়ের সংবাদ
ফেব্রুয়ারি ৫, ২০১৭ ৭:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

**সেরা প্যাভেলিয়ন ও সর্বোচ্চ ভ্যাটদাতা ওয়ালটন**

সময়ের সংবাদ: এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ২৪৩ কোটি ৪৪ লাখ টাকার পণ্য রফতানির আদেশ পাওয়া গেছে। রফতানির এ আদেশ গত বছরের চেয়ে ৮ কোটি ২৭ লাখ টাকা বেশি। এছাড়া ২২তম এ মেলায় ১১৩ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে বলে জানিয়েছে আয়োজক রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। ২০১৬ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত বাণিজ্য মেলায় ২৩৫ কোটি ১৭ লাখ টাকার রফতানির আদেশ হয়েছিল।

চার দিন বর্ধিত মাসব্যাপি বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে গতকাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লা আল মামুন, এফবিসিসিআই সভাপতি মাতলুব আহমাদ ও রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান বেগম মাফরুহা সুলতানা।

বাণিজ্য মেলায় এবার সেরা প্যাভিলিয়ন ক্যাটাগরিতে প্রথম পুরস্কার লাভ করে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এছাড়া শ্রেষ্ঠ ভ্যাটদাতা প্রতিষ্ঠানের স্বীকৃতিও পেয়েছে ওয়ালটন। মেলায় ওয়ালটন মোট ৩৬ লাখ তিন হাজার ৮৯৯ টাকা ভ্যাট দিয়েছে। ওয়ালটনের পক্ষে পুরস্কার দুটি গ্রহণ করেন কোম্পানির নির্বাহী পরিচালক ও বিপণন বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রেজওয়ানা। গত বছরের বাণিজ্য মেলায় ওয়ালটন ১৭ লাখ ৫৭ হাজার ৭৮৪ টাকা ভ্যাট দিয়ে শ্রেষ্ঠ ভ্যাটদাতার স্বীকৃতি অর্জন করেছিল।

প্যাভেলিয়ন গ্রুপে দ্বিতীয় পুরস্কার পেয়েছে আকতার ফার্নিচার, হাতিল ফার্নিচার ও আকিজ ফুড অ্যান্ড বেভারেজ।

একই ক্যাটাগরিতে নাদিয়া ফার্নিচার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও কোকোলা ফুড প্রডাক্টস পেয়েছে তৃতীয় পুরস্কার।
স্টল ক্যাটাগরিতে এবার প্রথম পুরস্কার পেয়েছে রানা টেক্সটাইল। দ্বিতীয় হয়েছে প্রাণ ফুড লিমিটেড।

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় ইভা রিজওয়ানা বলেন, প্রতি বছরই সেরা প্রিমিয়ার প্যাভিলিয়নের পুরস্কার অর্জন করছি আমরা। এজন্য তিনি বাণিজ্য মন্ত্রণালয়, ইপিবি এবং সর্বোপরি ক্রেতা-দর্শনার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

ওয়ালটনের নির্বাহী পরিচালক (পিআর অ্যান্ড মিডিয়া) হুমায়ুন কবীর বলেন, বাণিজ্য মেলায় ভ্যাটের পুরস্কার প্রচলনের পর থেকে প্রতি বছরই শ্রেষ্ঠত্বের সম্মান পাচ্ছে ওয়ালটন। এই পুরস্কার আমাদের দায়িত্ব আরো বাড়িয়ে দিলো।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ব্যবসায়ীরাই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আরো এগিয়ে নিয়ে যাবে। তার সাথে কৃষকরাও তাল মিলিয়ে যাচ্ছে। উদ্ভাবনের দিক দিয়ে বাংলাদেশ অনেক বেশি এগিয়ে গেছে। বাণিজ্য মেলা সেই উদ্ভাবনী শক্তিকে উৎসাহ জোগাবে। ভবিষৎতে এই মেলা আরও বড় পরিসরে হবে বলে জানান তিনি।

সবার সহযোগিতায় গণতান্ত্রিক পরিবেশে মেলা শেষ হয়েছে মন্তব্য করে আবদুল মাতলুব আহমাদ বলেন, এক সময় বাণিজ্য মেলায় আমি বাঁশ দিয়ে স্টল বানিয়েছিলাম। সেই গণ্ডি ছাড়িয়ে আজ বিশাল বিশাল প্যাভিলিয়ন ও স্টল হয়েছে।
তিনি বলেন, ব্যবসায়ীদের অনেক পরিবর্তন হয়েছে। বেশি আয় হলে ভ্যাটও বেশি দেবে। ব্যবসায়ীরা বিশ্বে অনেক সুযোগ করে দিচ্ছে। ব্যবসায়ীদের কল্যাণেই এখন মালয়েশিয়ায় ভিসা ফ্রি পাওয়া যাচ্ছে বলে দাবি করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।