রোববার ঢাকায় প্রতিষ্ঠানটির ৪৪তম কার্যালয় উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, মোবাইল ফোন গ্রাহকের বিচারে বিশ্বের নবম বৃহত্তম দেশ বাংলাদেশে নিরাপদ এসএমএস সেবা দেওয়ার বড় সম্ভাবনাকে সামনে রেখেই ‘ইনফোবিপ’ যাত্রা শুরু করেছে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, বর্তামনে বাংলাদেশে এসএমএস সেবার বাজারের আকার প্রায় দেড় হাজার কোটি টাকার।
রাজধানীর তেজগাঁওয়ের হাশিম টাওয়ারে ‘ইনফোবিপের’ ঢাকা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আলমা নিউমিক, চিফ অপারেটিং অফিসার রবার্তো কিউটিক, ইনফোবিপের বাংলাদেশি অংশীদার প্রতিষ্ঠান উইনটেলের চেয়ারম্যান এটিএম মাহাবুবুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আলীম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত বিশ্বের ৪৩টি দেশে নিজম্ব কার্যালয় খুলে ‘ইনফোবিপ’ ক্লাউড যোগাযোগ মাধ্যমে সেবা প্রদানে নিরাপত্তা বিধান করছে। বিশেষত মোবাইলভিত্তিক অার্থিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরাপদ এসএমএস নোটিফিকেশনে (এসএমএস ফিল্টারিং সার্ভিস) ইনফোবিপ বর্তমানে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠান। ডিজটাল সেবায় দ্রুত এগিয়ে যাওয়া বাংলাদেশে নিরাপদ এসএমএস সেবা নিশ্চিত করতে ইনফোবিপ ঢাকায় কার্যালয় চালু করল। দেশীয় টেলিকম কোম্পানি র্যাংকসটেলের সঙ্গে অংশীদার হিসেবে কাজ করছে তারা।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ‘ইনফোবিপ’ বাংলাদেশে বিশ্বের বিভিন্ন খ্যাতানামা পোর্টাল থেকে প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার ও গেমস ডাউনলোডের ক্ষেত্রে মোবাইল পেমেন্ট সার্ভিসও চালু করছে। এ সেবার মাধ্যমে মোবাইলে কথা বলার জন্য যে অর্থ জমা করা হয়, তা ব্যবহার করেই অনলাইন থেকে অ্যাপ্লিকেশন কিংবা গেমস ডাউনলোড করা যাবে।