গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
সিরাজগঞ্জের তাড়াশে বস্তুল ইসহাক উচ্চ বিদ্যালয় ম্যানিজিং কমিটির নির্বাচনে আওয়ামী লীগের চার প্রার্থী বিজয়ী হয়েছেন। বিএনপি প্যানেল থেকে বিজয়ী হয়েছেন একজন। সোমবার উপজেলার বারুহাস ইউপির বস্তুল ইসহাক উচ্চ বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
উৎসব মুখর পরিবেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যানিজিং কমিটির নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে ৪নং বস্তুল ওয়ার্ড যুবলীগ সভাপতি মো. শহিদুল ইসলাম নির্বাচিত হন। আরো তিনজন সদস্য স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ, মো. মজনু খন্দকার এবং আওমী লীগ নেত্রী রাশিদা বেওয়া নির্বাচিত হন। বিএনপি প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন মো. সাদেক হোসেন। সকাল ১০ টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল চারটায় শেষ হয়।
শান্তিপূর্ণ নিরপেক্ষ এ ম্যানিজিং কমিটির নির্বাচনে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মনসূর উদ্দিন, বারুহাস ইউপি চেয়ারম্যান মো. মোক্তার হোসেন মুক্তা, বারুহাস ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. মইনুল হক, বারুহাস ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, ২ নং বারুহাস ইউনিয়ন যুবলীগ সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ২নং বারুহাস ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. লাবু ইসলাম মিলন, জাতীয় চারনেতা পরিষদের বারুহাস ইউনিয়ন সভাপতি মো. বজলুর রহমান, সাধারণ সম্পাদক মো. আল মাহমুদ, ছাত্রলীগ আহবায়ক সাকিল আহমেদ, যুগ্ম আহবায়ক সোহাগ হাসান, বারুহাস ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের আহবায়ক সুজন আহমেদ, যুগ্ম আহবায়ক সুলতান মাহমুদ, সেচ্ছাসেবক লীগের বস্তুল ৪নং ওয়ার্ড সভাপতি শেখ ইয়াকুবসহ বারুহাস ইউনিয়ন আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ।