সময়ের সংবাদ: টঙ্গীর মন্নু টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় থেকে ২০১৭ সালের এসএসসি পরীক্ষার ফরমপূরণ করেও প্রধান শিক্ষকের অবহেলায় ৩৫জন এসএসসি পরীক্ষার্থীর ভবিষ্যত অনিশ্চয়তার মধ্যে রয়েছে। টঙ্গীসহ জেলার সকল বিদ্যালয়ের পরীক্ষার্থীদের প্রবেশপত্র ৪দিন আগে দেয়া হলেও এ বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এখনো প্রবেশপত্র হাতে পায়নি। বুধবার প্রবেশপত্র না পেলে ভবিষ্যত অনিশ্চয়তার মধ্যে পড়বে এসব পরীক্ষার্থী। এজন্য মঙ্গলবার সকাল থেকে প্রবেশপত্রের জন্য তারা স্কুলে অবস্থান করলেও প্রধান শিক্ষক আব্দুল হাইসহ বিদ্যালয়ের কোন শিক্ষককেই পাওয়া যায়নি। প্রবেশপত্র না পেয়ে শিক্ষর্থীদের বিদ্যালয়ে উচ্চস্বরে কান্না-কাটি করতে দেখা গেছে।
এ ব্যাপারে প্রধান শিক্ষক আব্দুল হাইয়ের সঙ্গে তার মুটোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি সকাল থেকেই ঢাকা বোর্ডে অবস্থান করছি এবং প্রবেশপত্রের জন্য চেষ্টা করছি। আমি প্রবেশপত্র নিয়ে বিদ্যালয়ে আসবো।
টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, বৃহস্পতিবার থেকে এ বছরের এসএসসি পরীক্ষা শুরু হবে। পরীক্ষার একদিন বাকি থাকলেও বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের প্রবেশপত্র দেয়া হয়নি। তাই শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উদ্বিগ্ন।
উল্লেখ্য, ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় ৪২জন শিক্ষার্থী সঠিক সময় প্রবেশপত্র না পেয়ে বিদ্যালয় হামলা ও ভাঙচুর করেছিল। এছাড়াও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এবং প্রধান শিক্ষকের বাসভবনসহ আসবাবপত্র ভাঙচুর করা হয়।
এ ব্যাপারে প্রধান শিক্ষক আব্দুল হাইয়ের সঙ্গে তার মুটোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি সকাল থেকেই ঢাকা বোর্ডে অবস্থান করছি এবং প্রবেশপত্রের জন্য চেষ্টা করছি। আমি প্রবেশপত্র নিয়ে বিদ্যালয়ে আসবো।
টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, বৃহস্পতিবার থেকে এ বছরের এসএসসি পরীক্ষা শুরু হবে। পরীক্ষার একদিন বাকি থাকলেও বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের প্রবেশপত্র দেয়া হয়নি। তাই শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উদ্বিগ্ন।
উল্লেখ্য, ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় ৪২জন শিক্ষার্থী সঠিক সময় প্রবেশপত্র না পেয়ে বিদ্যালয় হামলা ও ভাঙচুর করেছিল। এছাড়াও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এবং প্রধান শিক্ষকের বাসভবনসহ আসবাবপত্র ভাঙচুর করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।