ঢাকাসোমবার , ২০ ফেব্রুয়ারি ২০১৭
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ
আজকের সর্বশেষ সবখবর

প্যান্ট-সার্ট উপহার দিয়ে গ্রাম পুলিশদের সম্মাননা দিলেন ওসি

সময়ের সংবাদ
ফেব্রুয়ারি ২০, ২০১৭ ৮:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
প্যান্ট-সার্ট উপহার দিয়ে গ্রাম পুলিশদের কাজের সম্মাননা জানিয়েছেন তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমান। সোমবার দুপুরে তাড়াশ থানা চত্বরে নিজ বেতনের টাকা দিয়ে উপজেলার নওগা ইউনিয়নের ৯ জন গ্রাম পুলিশ সদস্যের হাতে তিনি প্যান্ট এবং সার্টের কাপর উপহার হিসেবে তুলে দেন।
এ ব্যাপারে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমান বলেন, উপজেলার নওগা ইউনিয়নের আইনশৃঙ্খলা রক্ষায় ৯ জন গ্রাম পুলিশ সদস্য সান্ধকালীন পাহারা দিয়ে থাকেন। এ জন্য আমি খুশি হয়ে তাদের প্যান্ট-সার্ট উপহার দিয়েছি। এ পোশাক তৈরির মজুরিও আমিই দিব। আশা করছি তারা খুশি হয়ে কাজের প্রতি আরো দায়িত্বশীল হবেন।
প্রসঙ্গত: এরও আগে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ অংশে খালখুলা থেকে মহিষলুটি পর্যন্ত পুলিশের সাথে ৮ জন গ্রাম পুলিশ সদস্য পাহারা দেওয়ায় ওসি মনজুর রহমান তাদের নগদ টাকা ও টর্চলাইট প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।