গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
প্যান্ট-সার্ট উপহার দিয়ে গ্রাম পুলিশদের কাজের সম্মাননা জানিয়েছেন তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমান। সোমবার দুপুরে তাড়াশ থানা চত্বরে নিজ বেতনের টাকা দিয়ে উপজেলার নওগা ইউনিয়নের ৯ জন গ্রাম পুলিশ সদস্যের হাতে তিনি প্যান্ট এবং সার্টের কাপর উপহার হিসেবে তুলে দেন।
এ ব্যাপারে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমান বলেন, উপজেলার নওগা ইউনিয়নের আইনশৃঙ্খলা রক্ষায় ৯ জন গ্রাম পুলিশ সদস্য সান্ধকালীন পাহারা দিয়ে থাকেন। এ জন্য আমি খুশি হয়ে তাদের প্যান্ট-সার্ট উপহার দিয়েছি। এ পোশাক তৈরির মজুরিও আমিই দিব। আশা করছি তারা খুশি হয়ে কাজের প্রতি আরো দায়িত্বশীল হবেন।
প্রসঙ্গত: এরও আগে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ অংশে খালখুলা থেকে মহিষলুটি পর্যন্ত পুলিশের সাথে ৮ জন গ্রাম পুলিশ সদস্য পাহারা দেওয়ায় ওসি মনজুর রহমান তাদের নগদ টাকা ও টর্চলাইট প্রদান করেন।