ঢাকাসোমবার , ১২ জুন ২০১৭
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ
আজকের সর্বশেষ সবখবর

পুকুরের মেয়াদ বৃদ্ধির দাবিতে সুফলভোগীদের মানববন্ধন

সময়ের সংবাদ
জুন ১২, ২০১৭ ১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
ভূমি মন্ত্রণালয় কর্তৃক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে হস্তান্তরিত পুকুরের মেয়াদ বৃদ্ধির দাবিতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে তাড়াশের মহিষলুটিতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার তাড়াশ উপজেলার সুফভোগী দলগুলো এর আয়োজন করে। এ সময় পার্শ্ববর্তী রায়গঞ্জ, চাটচমোহর ও ভাঙ্গুড়া উপজেলার সুফলভোগীরা ওই কর্মসূচিতে একত্বতা জানান।


সমাবেশে দলের নেতারা বলেন, ২০১১ সালে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিমগাছি সমাজভিত্তিক মৎস্যচাষ প্রকল্প অনুমদোনের মধ্যে দিয়ে হত দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে এক যুগপযোগী পদক্ষেপ গ্রহন করেন। এর সাথে জড়িত প্রত্যক্ষভাবে ১৪ হাজার প্রান্তিক পরিবার। ইতোমধ্যে পুকুরগুলোতে মৎস্যচাষ করে এসব পরিবার তাদের জীবনমানের দৃশ্যমান উন্নন ঘটাতে সক্ষম হয়েছে। কিন্তু গত ৩০ এপ্রিল ২০১৭ পুকুরগুলোর নবায়ন মেয়াদ শেষ হলে চরম বিপাকে পড়ে যান তারা।
সমাবেশ থেকে দ্বিতীয় মেয়াদে এসব পুকুর নবায়নের মধ্যে দিয়ে সুফলভোগীদের মাঝে হস্তান্তরের জোর দাবি জানানো হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।