গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
মো. জাকির হোসেন রনি। পিতা মো. আশরাফুজ্জামান (শ্রমিক লীগের অন্তর্ভুক্ত) সোনালী ব্যাংক ইমপ্লয়ী ইউনিয়ন বি-২০২ এর কেন্দ্রীয় কমিটিরি সাবেক নাট্য বিষয়ক সম্পাদক। ২০০৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভাষা বিভাগ সংস্কৃতিতে অনার্স-মাস্টার্সে ভর্তির সুবাদে এলাকার গন্ডী পেরিয়ে সংগ্রামী রাজনৈতিক জীবনের শুরু তার। বিএনপি-জামায়াত হঠাও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র আন্দোলনে রয়েছে উল্লেখযোগ্য ভূমিকা। ১/১১ জননেত্রী শেখ হাসিনার মুক্তি আন্দোলনেও রয়েছে যথেষ্ট অবদান। সেই সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র লীগের সাধারণ সম্পাদক, বর্তমান পবা-মোহনপুর রাজশাহী-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মো. আয়েন উদ্দিনের বলিষ্ঠ নেতৃত্বে রাজ পথে ঝাপিয়ে পড়েন তিনি। এবার স্বপ্ন দেখছেন নিজ এলাকার উন্নয়ন নিয়ে। জানিয়েছেন সমস্যায় জর্জরিত ওলীকুল শীরোমনি হযরত শাহ শরীফ জিন্দানী (রহ.) পুন্যভূমি নওগাঁ নিয়ে তার উন্নয়ন ভাবনা। রয়েছে তৃণমূল থেকে শুরু করে জাতীয় পর্যায়ে রাজনৈতিক ভিত গড়ার সূদুর প্রসারী পরিকল্পনা।
জাকির হোসেন রনি জানান, মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে উন্নয়নের মহা সড়কে চলছে। সময় এসেছে সঠিক নেতৃত্ব দানের মধ্য দিয়ে নিজ এলাকার উন্নয়নে স্বক্রিয় ভূমিকা রাখার। উপজেলার সীমান্তবর্তী নওগাঁ ইউনিয়নের প্রত্যন্ত গ্রামগুলো এখনও উন্নয়নের ছোঁয়া বঞ্চিত। বেশিরভাগ গ্রামে রাস্তাঘাট নেই। আর যে সকল গ্রামে রাস্তাঘাট আছে সব খানাখন্দে বেহাল। কয়েক গ্রামের মানুষ বছরজুড়ে অনেকটা বন্দী জীবনযাপন করেন। যোগাযোগ ব্যবস্থা সংকটে খুব বেশি প্রয়োজন ছাড়া তারা গ্রামের বাহির হননা।
ইতিহাস ঐতিহ্যের নওগাঁয় এক সময় বেশ কয়েকটি সাস্কৃতিক সংগঠনের প্রাদুর্ভাব ছিল। পৃষ্টপোষকতা আর চর্চার অভাবে সংগঠনগুলোর কার্যক্রম নিষ্ক্রিয় হয়ে পড়েছে। খেলার মাঠগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আর যুব সমাজ হুমড়ি খেয়ে পড়ছে ইন্টারনেট দুনিয়াতে। এ ক্ষেত্রে বেশিরভাগরা ইন্টারনেটের অপব্যবহার করছেন। অলস জীবনে নেশাগ্রস্ত হয়ে পড়ছেন দেশ উন্নয়নের মূল চালিকা শক্তি যুব সমাজ।
নেশা নয়-জীবনকে ভালবাসুন। এই শ্লোগানটিকে বাস্তবে রুপ দিতে চান তিনি। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে একটি করে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক পাঠাগার গড়ে তোলার ইচ্ছে পোষণ করেন । যার মাধ্যমে নতুন প্রজন্ম মুক্তযুদ্ধের সঠিক ইতিহাস ও বঙ্গবন্ধুকে জানবে।
নওগাঁ ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয় প্রত্যাশী রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি, সৈয়দ আমীর আলী হল শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক ও সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য জাকির হোসেন রনি। ইতোমধ্যে গ্রামে গ্রামে গণসংযোগ, মতবিনিময় সভা ও ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন।
এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হক জানান, নওগাঁ ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী ১০ জনের আবেদন বহাল রয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা পেলে জেলা নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা সাপেক্ষে মনোনয়ন যাচাই-বাচাই সম্পন্ন করে প্রার্থীদের তালিকা কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হবে।
“অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন” শীর্ষক প্রশিক্ষণে যোগদানের উদ্দেশ্যে জুলাই মাসের ২২ তারিখ মটরসাইকেল যোগে বাড়ি থেকে সিরাজগঞ্জ শহরে রওয়ানা হন নওগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আমিরুল ইসলাম গ্রহ। পথের মধ্যে বাস চাপায় মৃত্যু হয় তার। শূন্য হয়ে পড়ে ৫ নং নওগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের আসনটি।