ঢাকাবৃহস্পতিবার , ১৪ সেপ্টেম্বর ২০১৭
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁ ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন, দলীয় মনোনয়ন প্রত্যাশী সাইফুজ্জামান আলম

সময়ের সংবাদ
সেপ্টেম্বর ১৪, ২০১৭ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
নওগাঁ ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী মো. সাইফুজ্জামান আলম। মনোনয়ন চেয়ে তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি/সম্পাদক বরাবর আবেদন জমা দিয়েছেন। ইতোমধ্যে তার পক্ষে গ্রামে-গ্রামে গণসংযোগ, মতবিনিময় সভা করছেন তৃণমূলের লোকজন।
সাইফুজ্জামান আলম পাবনা এ্যাডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজে উচ্চ মাধ্যমিক অধ্যায়নকালে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। ১৯৭৭-১৯৭৮ শিক্ষাবর্ষে তিনি ওই কলেজের ছাত্র সংসদের একজন সক্রিয় সদস্য ছিলেন। ১৯৮০-২০১২ সাল পর্যন্ত নওগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এরপর ২০১২ সাল হতে অদ্যাবদি নওগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। ১৯৮৯ সাল হতে চৌপাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন শেষে ২০১৬ সালে অবসরে যান। এছাড়াও আশির দশকে তিনি জনগণের ভোটে বিআরডিপি তাড়াশ শাখার পরিচালক নিযুক্ত হন।
এবারে স্বপ্ন দেখছেন নিজ এলাকার উন্নয়ন নিয়ে। জানিয়েছেন সমস্যায় জর্জরিত ওলীকূল শীরোমনি হযরত শাহ শরীফ জিন্দানী (রহ.) পুন্যভূমি নওগাঁ নিয়ে তার উন্নয়ন ভাবনা। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে উন্নয়নের মহা সড়কে এগিয়ে চলছে। সময় এসেছে সঠিক নেতৃত্ব দানের মধ্য দিয়ে নিজ এলাকার উন্নয়নে স্বক্রিয় ভূমিকা রাখার। উপজেলার সীমান্তর্তী নওগাঁ ইউনিয়নের প্রত্যন্ত গ্রামগুলো এখনও উন্নয়নের ছোঁয়া বঞ্চিত। বেশিরভাগ গ্রামে রাস্তাঘাট নেই। আর যে সকল গ্রামে রাস্তাঘাট আছে সব খানাখন্দে বেহাল। ইতিহাস ঐতিহ্যের নওগাঁয় এক সময় বেশ কয়েকটি সাংস্কৃতিক সংগঠনের প্রাদুর্ভাব ছিল। পৃষ্ঠপোষকতা আর চর্চার অভাবে সংগঠনগুলোর কার্যক্রম নিষ্ক্রিয় হয়ে পড়েছে। খেলার মাঠগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আর যুব সমাজ হুমড়ি খেয়ে পড়ছে ইন্টারনেট দুনিয়াতে। এ ক্ষেত্রে বেশিরভাগরা ইন্টারনেটের অপব্যবহার করছেন। অলস জীবনে নেশাগ্রস্থ হয়ে পড়ছেন দেশ উন্নয়নের মূল চালিকা শক্তি যুব সমাজ। নেশা নয়-জীবনকে ভালবাসুন। এই শ্লোগানটিকে বাস্তবে রুপ দিতে চান তিনি। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে একটি করে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক পাঠাগার গড়ে তোলার ইচ্ছে পোষণ করেন । যার মাধ্যমে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও বঙ্গবন্ধুকে জানবে।
নওগাঁ ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী মো. সাইফুজ্জামান আলম। তার পিতা মরহুম আজিজুর রহমান ১৯৫২-১৯৭১, ১৯৭৪-১৯৭৮ এবং ১৯৮৯-১৯৯১ সাল পর্যন্ত জনগণের প্রত্যক্ষ ভোটে নওগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়াও তিনি বৃহত্তর পাবনা জেলা পরিষদের একজন সদস্য ছিলেন।
উল্লেখ, “অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন” শীর্ষক এক প্রশিক্ষণে যোগদানের উদ্দেশ্যে এ বছর জুলাই মাসের ২২ তারিখ মটরসাইকেল যোগে বাড়ি থেকে সিরাজগঞ্জ শহরে রওয়ানা হন নওগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আমিরুল ইসলাম গ্রহ। পথের মধ্যে বাস চাপায় মৃত্যু হয় তার। শূন্য হয়ে পড়ে ৫নং নওগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের আসনটি।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।