গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
জেলার তাড়াশ উপজেলায় স্বরস্বতী পূজা উপলক্ষে গতকাল বুধবার সকাল-সন্ধা দইয়ের মেলা বসে। মেলাকে ঘিরে এলাকায় হিন্দু-মুসলিম সকলের মাঝে সাঁজ সাঁজ রব পড়ে যায়। মেলায় বগুড়া, শেরপুর, চান্দাইকোনা, গুরুদাসপুর, শ্রীপুর, মির্জাপুর এবং তাড়াশ মিলে প্রায় ৩৫টি দইয়ের দোকান নিয়ে বসে ব্যবসায়ীরা।
সরেজমিনে দেখা যায়, তাড়াশ হেলিপ্যাড মাঠের এ মেলায় দুরদুরান্তের সকল শ্রেণি পেশার মানুষ আনন্দ মুখর পরিবেশে সাধ্যমত দামে দই কিনছে। দইয়ের সাথে খই, চিড়া, মুড়ি, মুড়কি, বাতাসা, কদমা কিনতে দেখা গেছে অনেককে।
দই ব্যবসায়ী রতন ঘোষ, কার্তিক ঘোষ, গোবিন্দ ঘোষ, অনিল ঘোষ, সুকুমার ঘোষ জানান, একময় তাদের বাপ-দাদারা ঐতিহ্যবাহী তাড়াশের এ মেলায় আসতেন। সেই ধারাবাহিকতায় প্রতিবছর আমরাও আসি। এবারের মেলায় শুরু থেকেই ভাল বেচা-বিক্রি হচ্ছে। তবে দাম একটু বেশি বলে জানায় ক্রেতা সাধারণ।