গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
তাড়াশ রিপোর্টার্স ইউনিটির বার্ষিক ইফতার মাহফিল শুক্রবার ডিগ্রি কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপত্বি করেন সংগঠনের সভাপতি মির্জা ফারুক আহমেদ। এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেন মিলন। বক্তৃতায় তিনি দেশ ও জাতীর উন্নয়নে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হক, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুহম্মদ মনসূর উদ্দিন, ভাইস চেয়ারম্যান ফরহাদ আলী বিদ্যুত, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মনোয়ারা পারভীন মিনি, জেলা পরিষদ সদস্য হোসনেআরা পারভিন লাভলী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমান, তাড়াশ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ তাড়াশ জোনাল অফিসের ডিজিএম মো. কামরুজ্জামান, সাপ্তাহিক চলনবিল বার্তার সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু প্রমুখ।