গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
একঝাঁক তরুণ সাংবাদিকদের সংগঠন তাড়াশ রিপোর্টার্স ইউনিটি’র পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। দ্বি-বার্ষিক এ কমিটিতে মির্জা ফারুক সভাপতি এবং আব্দুল বারী খন্দকার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার বিকাল ৩টায় উপজেলা সদরে অবস্থিত সংগঠনটির স্থায়ী কার্যালয়ে সংগঠনের দ্বি-বার্ষিক কমিটি গঠনের লক্ষে সাধারণ সভা ডাকা হয়। সভায় সর্ব সম্মতি ক্রমে দৈনিক যায়যায় দিনের তাড়াশ প্রতিনিধি মির্জা ফারুক সভাপতি এবং দৈনিক ভোরের দর্পনের প্রতিনিধি আব্দুল বারী খন্দকারকে সাধারণ সম্পাদক করে ৯সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
নির্বাচিত কমিটিকে দৈনিক ইত্তেফাক পত্রিকার তাড়াশ সংবাদদাতা তাড়াশ প্রেসক্লাবের কার্যকরী সদস্য গোলাম মোস্তফা তাৎক্ষণিক অভিনন্দন জানিয়েছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।