গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
জেলার তাড়াশে প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। শনিবার এ লক্ষ্যে এক সাধারণ সভা আহ্বান করা হয়। সংগঠনের সভাপতি গোলাম রাব্বানী সূর্য্যের সভাপতিত্বে সদস্যদের মতামতের ভিত্তিতে সিনিয়র সহ-সভাপতি এম এ মাজিদ এবং সহ-সভাপতি প্রভাষক মো. আবু হাসিম খোকন সহকারী কমিশনার নির্বাচিত হন।
এরও আগে প্রধান নির্বাচন কমিশনার চেয়ে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মনসূর রহমান বরাবর লিখিত আবেদন করেন বর্তমান কমিটি। আবেদনের পরিপ্রেক্ষিতে কৃষি অফিসার কৃষিবিদ মো. সাইফুল ইসলামকে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব দেন তিনি।
প্রেস ক্লাবের সংবিধান অনুযায়ী শিগগিরই তফসিলসহ সকল প্রক্রিয়া সম্পন্ন করার মধ্য দিয়ে একটি সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানের প্রত্যয় ব্যক্ত করেন নব গঠিত তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন।