গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
তাড়াশ পৌষার আদিবাসী উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের কমন রুমে ব্যবহার্য প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ প্রদান করেছেন স্থানীয় ইউপি সদস্য। আলো যুব ফোরাম সদস্যদের এ্যাডভোকেসির ফলে সোমবার বিদ্যালয় প্রাঙ্গনে ছাত্র-ছাত্রীদের হাতে এসব উপকরণ তুলে দেন তিনি।
জানা গেছে, উপজেলার মাধাইনগর ইউপির পিছিয়ে পড়া মানুষের জীবন-মান উন্নয়নের লক্ষে কিশোর-কিশোরীদের অধিকতর প্রাধান্য দিয়ে আলো, সূর্যমুখী, রঙধনু এবং চাঁদের আলো নামে চারটি যুব ফোরাম গঠন করে দেয় ডিডিপি নামক বেসরকারি উন্নয়ন সংস্থা। একশন এইড বাংলাদেশ ছায়াপরি নামে একটি বছর মেয়াদী প্রকল্প দিয়ে এতে সার্বিক সহযোগিতা করছে।
আলো যুব ফোরামের সভাপতি সন্ধা রানী জানায়, তিনি নিজেও ওই বিদ্যালয়ে লেখাপড়া করছেন। বিদ্যালয়টির কমন রুম দুইটিতে ছাত্র-ছাত্রীদের ব্যবহার্য প্রয়োজনীয় উপকরণ নাই। বিষয়টি তারা স্থানীয় ইউপি সদস্য মো. ফজলার রহমানকে অবগত করলে তিনি বালতি, জগ, গ্লাস, তোয়ালে, সাবান, ঝাড়–, আয়না, ঝুড়ি, চিরুনিসহ আরো কিছু জরুরী উপকরণ ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার মন্ডল, সহকারী শিক্ষক অর্জুন কুমার, ডিডিপির প্রোগ্রাম অফিসার মো.আল আসাদ প্রমুখ।