গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
নতুন পুলিশ পিকআপ পাওয়ার পর মানুষের জানমালের নিরাপত্তা বিধান আরো জোরদার হওয়ার পাশাপাশি আইনী সেবা তরান্বিত হবে বলে জানিয়েছেন তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমান।
“পরিবহন সংকটে তাড়াশ থানার কার্যক্রম ব্যাহত” শিরোনামে পাঁচ মার্চ ২০১৭ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত সংবাদটি আমলে নিয়ে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর থেকে একটি নতুন পুলিশ পিকআপ তাড়াশ থানায় দেওয়া হয়েছে। সোমবার বিকেলে ওসি মনজুর রহমান গাড়িটি গ্রহন করে থানায় নিয়ে আসেন।
এ প্রসঙ্গে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমান বলেন ইত্তেফাকে তাড়াশ থানার পরিবহন সংকট নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ পাওয়ায় এত তাড়াতাড়ি পুলিশ পিকআপটি পেলাম। এ সময় তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকার তাড়াশ সংবাদদাতা গোলাম মোস্তফাকে বিশেষ কৃতজ্ঞতা জানান।