ঢাকাসোমবার , ২০ ফেব্রুয়ারি ২০১৭
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ
আজকের সর্বশেষ সবখবর

তাড়াশে ৯২ বছর বয়সেও রাবেয়ার জোটেনি বয়স্ক ভাতা

সময়ের সংবাদ
ফেব্রুয়ারি ২০, ২০১৭ ১:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
বয়সের ভারে বহুদিন আগেই তার হাতে উঠেছে লাঠি। সোজা হয়ে দাঁড়ানো তো দূরের কথা। অসুস্থতার কারণে শরীর সারাক্ষণ কাপতে থাকায় ঠিকমত নিজের মুখে ভাত তুলে খেতেও তার খুব কষ্ট হয়। বাত ব্যথায় জর্জরিত কোমর ও হাটু। অনেক আগেই করা হয়েছে দুচোখের ছানি অপারেশন। কানের কাছে মুখ নিয়ে জোড়ে না বললে ঠিকমত কোন কথা শুনতে ও বুঝতে তার কষ্ট হয়। তবুও শুধুমাত্র নিজের দুমুঠো ভাতের জন্য ৯২ বছর বয়সী রাবেয়া বেওয়া সকাল-সন্ধা ছুটে চলেছেন পাড়ার এ বাড়ি থেকে ও বাড়ি। সারাদিন ভিক্ষা করে রাতের সামান্য খাবারটুকোও তার নিজেরই রান্না করে খেতে হয়। উপজেলা সদরের গ্রাম তাড়াশ দক্ষিণ পাড়ায় ওছমানের বাড়ি গিয়ে রাবেয়ার মানবেতর জীবন-যাপনের এসব চিত্রই প্রতিয়মান হয়।
জানা যায়, ভিটে মাটিহীন রাবেয়ার দিনমজুর স্বামী আছের আলী প্রায় ৩০ বছর আগেই মারা গেছেন। তখন থেকেই নি:সন্তান রাবেয়া তার ভাই চা বিক্রেতা ওছমানের কাছে রয়ে গেছেন। এ বাড়ির এক কোণায় তাকে ১টি ছোট টুপরি ঘরের মধ্যে থাকতে দেওয়া হয়েছে। বর্তমানে ঘড়ের চারপাশের বাঁশের তালাই আর খরের বেড়া ভেঙে যাওয়ায় পলেথিন ও কাগজের পোস্টার দিয়ে জোড়াতালি মেরে রাখা হয়েছে। আশপাশের সব ঘরে বৈদুতিক বাতি জ্বললেও রাবেয়ার ঘরে জ্বলে কেরোসিনের কুপি বাতি।
এ সময় রাবেয়া আরো জানান, তার ঘরের চালের ৫টি টিন অনেক দিনের পুরানো হওয়ায় একেবারে ঝাঝড়া হয়ে গেছে। কিছুদিন পর ঝর-বৃষ্টির মৌসুম। মেরামত করা না হলে সবসময় এ ঘরটি দিয়ে পানি পড়বে। তাইতো ৯০ পেরিয়ে এসে সুষ্ঠুভাবে বেঁচে থাকতে বয়স্ক ভাতা কার্ড পেতে তিনি এখনও আশাবাদী।
উপজেলা সমাজসেবা অফিসার মো. আলাউদ্দিন বলেন, রাবেয়া বেওয়ার বিষয়ে আমি আপনার মাধ্যমে অবগত হলাম। শীঘ্রই উনার জন্য বয়স্ক ভাতা কার্ডের ব্যবস্থা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।