গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ: সরকারের উন্নয়ন কর্মকান্ড সাধারণ মানুষের মধ্যে তুলে ধরার লক্ষে তাড়াশ উপজেলা প্রশাসনের আয়োজনে ৩ দিন ব্যাপী এক উন্নয়ন মেলার উদ্ভোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে তাড়াশ উপজেলা চত্তরে স্থানীয় সাংসদ গাজী ম. ম. আমজাদ হোসেন মিলন এ মেলার উদ্ভোধন করেন।
এরপর মেলার কর্মকান্ড ঘিরে তাড়াশ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মনসূর উদ্দিন এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃত্তা করেন, সাংসদ গাজী ম. ম. আমজাদ হোসেন মিলন। অন্যদের মধ্যে কৃষি অফিসার কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের নারী সদস্য মোছা. হোসনেআরা পারভিন লাভলী প্রমুখ বক্তৃত্তা করেন। এ মেলায় সরকারি ও বেসরকারি মিলে ২১টি প্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকান্ড প্রদর্শিত হচ্ছে।