আরিফুল ইসলাম, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়ন শাখার ১,২ ও ৩ নং আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে মাধাইনগর ইউনিয়নের কাস্তা খেলার মাঠ প্রাঙ্গনে ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম শান্ত’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম কামালের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ।
এসময় উপস্থিত ছিলেন, মাধাইনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিলুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক সোহরাওয়ার্দী মহুরী, তাড়াশ পৌর আওয়ামীলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক, উপজেলা যুবলীগের সহ সভাপতি আব্দুল মান্নান, সিদ্দিকুর রহমান বাহাদুর, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হোসেন আলী রুবেল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সুলতান মাহমুদ, মাধাইনগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগকে নির্বাচনের আগে সকল উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও মাঠ পর্যায়ে শক্তিশালী করার আহব্বান জানান এবং বাংলাদেশ যুবলীগকে সুসংগঠিত করে তোলার জন্য সকলকে এক হয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন।
পরবর্তীতে সম্মেলনের ২য় অধিবেশনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের তাড়াশ উপজেলা সভাপতি আনোয়ার হোসেন খান মাধাইনগর ইউনিয়ন শাখার ১,২ ও ৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি / সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। এতে ১নং ওয়ার্ডের সভাপতি পদে হাবিজুল ইসলাম, সাধারণ সম্পাদক রুহুল আমিন, ২নং ওয়ার্ডের সভাপতি পদে আমিনুল ইসলাম দুদু, সাধারণ সম্পাদক মকুল হোসেন এবং ৩নং ওয়ার্ডে সভাপতি পদে আরজু, শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করে কমিটি ঘোষণা করা হয় এবং পূর্নাঙ্গ কমিটি অতি দ্রুত সম্পন্ন করার জন্য নির্দেশ প্রদান করেন।