গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
তাড়াশে মহসীন আলী ও সানোয়ার হোসেন নামে দুই সাংবাদিক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। গুরুতর আহত মহসীন আলীকে বগুড়াস্থ জিয়া মেডিকেলে পাঠানো হয়েছে। শুক্রবার দুপুরে তাড়াশ সদরের চান্দের পুকুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, তাড়াশ প্রেসক্লাবের দপ্ত সম্পাদক এম সানোয়ার হোসেন, কার্যকরী সদস্য মো. মহসীন আলী এবং এস চ্যানেলের চলনবিল প্রতিনিধি মো. সোহেল রানা সোহাগ শুক্রবার দুপুরে মোটর সাইকেল করে উপজেলার নামু সিলোট গ্রামে যাচ্ছিল। এ সময় তাড়াশ সদরের চান্দের পুকুর মোড়ে একটি ইঞ্জিন চালিত ভটভটি তাদের মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। ভটভটির আঘাতে মহসীন আলী ও সানোয়ার হোসেন আহত হয়।
তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শিমুল তালুকদার জানান, প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহত মহসীন আলীকে বগুড়াস্থ জিয়া মেডিকেলে রেফার করা হয়েছে। তার কপাল ও ডান পা কেটে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে।