সিরাজগঞ্জের তাড়াশে মিথ্যাচার করে মানহানীর অভিযোগ তুলেছেন এক স্বেচ্ছাসেবক লীগ নেতা। তার নাম শিপন আলী। সে উপজেলার সগুনা ইউনিয়নের ৪ নং কুন্দইল ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও কুন্দইল গ্রামের আইয়ুব আলীর ছেলে। শিপন আলী বলেন, আমার রাজনৈতিক ও পারিবারিক সুনাম নষ্ট করার অপ চেষ্টায় মরিয়া হয়ে উঠেছেন স্বার্থান্বেষী মহল। আমার বিরুদ্ধে মিথ্যাচার করা হয়েছে, আমাদের গ্রামের ইয়াসিন আলীর বোরো ধান আমি বাড়িতে নিয়ে এসেছি। ঐ খেত আমার পৈত্রিক সম্পত্তি। কয়েক যুগ ধরে আমার বাবা চাষ আবাদ করছেন।
স্বেচ্ছাসেবক লীগ নেতা শিপন আলী আরো বলেন, এবছরও আমার বাবা ধানের আবাদ করেছিলেন। এরপর তিনি কৃষি শ্রমিক দিয়ে সেই ধান বাড়িতে এনেছেন। স্বেচ্ছাসেবক লীগ নেতা শিপন আলীর বাবা আইয়ুব আলী বলেন, ঐ ১ বিঘা খেত আমার । কিন্তু ইয়াসিন আলী দখলের চেষ্টা করছেন। এ নিয়ে আমি আদালতে মামলা করেছি। আমার খেতে বোরো ধানের আবাদ করেছিলাম। এরপর কেটে বাড়িতে নিয়ে আসি। ইয়াসিন আলী আমাকে হয়রানি করার জন্য তাড়াশ থানায় অভিযোগ করেছেন। ইয়াসিন আলী বলেন, থানায় অভিযোগ দিয়েছি। এখন যা হওয়ার আইনের মাধ্যমে হবে। এ প্রসঙ্গে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, আইন শৃঙ্খলার যেন অবনতি না হয় সেজন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এরপর তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।