ঢাকাবুধবার , ২৭ এপ্রিল ২০২২
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ
আজকের সর্বশেষ সবখবর

তাড়াশে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে মিথ্যাচার

সময়ের সংবাদ
এপ্রিল ২৭, ২০২২ ৩:০১ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের তাড়াশে মিথ্যাচার করে মানহানীর অভিযোগ তুলেছেন এক স্বেচ্ছাসেবক লীগ নেতা। তার নাম শিপন আলী। সে উপজেলার সগুনা ইউনিয়নের ৪ নং কুন্দইল ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও কুন্দইল গ্রামের আইয়ুব আলীর ছেলে। শিপন আলী বলেন, আমার রাজনৈতিক ও পারিবারিক সুনাম নষ্ট করার অপ চেষ্টায় মরিয়া হয়ে উঠেছেন স্বার্থান্বেষী মহল। আমার বিরুদ্ধে মিথ্যাচার করা হয়েছে, আমাদের গ্রামের ইয়াসিন আলীর বোরো ধান আমি বাড়িতে নিয়ে এসেছি। ঐ খেত আমার পৈত্রিক সম্পত্তি। কয়েক যুগ ধরে আমার বাবা চাষ আবাদ করছেন।
স্বেচ্ছাসেবক লীগ নেতা শিপন আলী আরো বলেন, এবছরও আমার বাবা ধানের আবাদ করেছিলেন। এরপর তিনি কৃষি শ্রমিক দিয়ে সেই ধান বাড়িতে এনেছেন। স্বেচ্ছাসেবক লীগ নেতা শিপন আলীর বাবা আইয়ুব আলী বলেন, ঐ ১ বিঘা খেত আমার । কিন্তু ইয়াসিন আলী দখলের চেষ্টা করছেন। এ নিয়ে আমি আদালতে মামলা করেছি। আমার খেতে বোরো ধানের আবাদ করেছিলাম। এরপর কেটে বাড়িতে নিয়ে আসি। ইয়াসিন আলী আমাকে হয়রানি করার জন্য তাড়াশ থানায় অভিযোগ করেছেন। ইয়াসিন আলী বলেন, থানায় অভিযোগ দিয়েছি। এখন যা হওয়ার আইনের মাধ্যমে হবে। এ প্রসঙ্গে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, আইন শৃঙ্খলার যেন অবনতি না হয় সেজন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এরপর তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।