গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
জেলার তাড়াশে কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ ঘটানো এবং তাদের ক্ষমতায়িত করার লক্ষে বৃহস্পতিবার দিনব্যাপী এক স্বাস্থ্য উন্নয়নবিষয়ক এ্যাডভোকেসী সভা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। একশন এইড বাংলাদেশের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ডিডিপি এর আয়োজন করে। স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভাগের সাথে কিশোর-কিশোরীদের এ্যাডভোকেসী সভায় সভাপতিত্ব করেন চাঁদের আলো যুব ফোরামের সভাপতি কিশোরী স্বরসতী উঁড়াও। প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান।
এ সময় বক্তব্য রাখেন দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কুদ্দুস, মাধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু হাসান মির্জা, একশন এইড বাংলাদেশের এ্যাসোসিয়েট প্রোগ্রাম অফিসার মৌশান ফাতেমা, আয়োজক সংস্থা ডিডিপির নির্বাহী পরিচালক কাজি সোহেল, প্রোগ্রাম অফিসার মো. আল আছাদ প্রমুখ।