ঢাকাসোমবার , ১৪ আগস্ট ২০১৭
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ
আজকের সর্বশেষ সবখবর

তাড়াশে স্কুল যায় বাড়ি-বাড়ি

সময়ের সংবাদ
আগস্ট ১৪, ২০১৭ ১:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়ানোর ব্রত নিয়ে ২০১৩ সালে নৌকা স্কুলের যাত্রা শুরু। সপ্তাহে ছয় দিন ভাসমান এ স্কুলটিতে ছয় ঘণ্টা করে পাঠদান করা হয়। বর্ষাকালে অধিকাংশ ছাত্র-ছাত্রী তাদের বাড়ির ঘাট থেকেই নৌকা স্কুলে ওঠে। দৃষ্টিনন্দন স্কুলটি ইতোমধ্যে তাড়াশ উপজেলাসহ বৃহত্তর চলনবিল অঞ্চলের লোকজনের মধ্যে বেশ সাড়া জাগিয়েছে। নৌকা স্কুলে পাঠদানের পাশাপাশি পাঠাগার ও সংস্কৃতি চর্চার সুবিধাও রয়েছে। স্কুলটিতে শিক্ষক আছেন একজন। ছাত্রী-ছাত্রীদের বাড়ি-বাড়ি থেকে আনা-নেওয়া এবং স্কুল রক্ষণাবেক্ষণের জন্য রয়েছেন দুইজন নৌকা স্কুলের মাঝি।
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক জেলার তাড়াশে সগুনা ইউনিয়নের চলনবিল ঘেষা প্রত্যন্ত কুন্দইল গ্রামে নি¤œবিত্ত ও দরিদ্র লোকজনের সন্তানদের শিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে নৌকা স্কুলের মাধ্যমে পাঠদান শুরু করে। স্কুলটিতে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ার সুযোগ রয়েছে। তবে একটু অন্যভাবে। নৌকা স্কুলে যে সব ছাত্র-ছাত্রী প্রথম শ্রেণিতে ভর্তি হয়ে পড়া-লেখা করছে, পরের বছর তারাই আবার দ্বিতীয় শ্রেণিতে পড়বে। এভাবে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ে পরীক্ষা দিয়ে মাধ্যমিক পর্যায়ের স্কুলে ভর্তি হয়ে যায়। একজন শিক্ষক এখানে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান করেন। অতি দরিদ্র পরিবারের ৩০ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ১৬ জন নৌকা স্কুলে প্রাথমিক স্তরের পড়া শেষ করে মাধ্যমিক পর্যায়ে ভর্তি হয়েছে।
সকাল সারে সাতটা থেকে দুইজন মাঝি বাড়ি-বাড়ি গিয়ে ছাত্র-ছাত্রীদের নৌকা স্কুলে তুলে নিয়ে আসেন। আবার স্কুল শেষে তাদের বাড়ির ঘাটে নামিয়ে দেন। এরা দুইজন প্রতিদিন নিয়মিত স্কুল খুলে দেওয়া ও বন্ধ করা, জাতীয় পতাকা উত্তোলন, স্কুলের পরিস্কার পরিচ্ছন্নতাসহ রক্ষণাবেক্ষণের যাবতীয় কাজ করে থাকেন।
সরেজমিনে দেখা যায়, বিশেষভাবে তৈরি নৌকা স্কুলের প্রায় পুরোটা জুড়েই শ্রেণিকক্ষ। শ্রেণিকক্ষে কার্পেট বিছানো। অন্তত ২৮-৩০ জন ছাত্র-ছাত্রী বেশ ভালোভাবেই শ্রেণিকক্ষে বসতে পারে। পরিচ্ছন পরিবেশে ছাত্র-ছাত্রীদের পাঠদান চলছে। দু’পাশের দেয়ালিকায় (ডিসপ্লে বোর্ড) ছাত্র-ছাত্রীদের প্রস্তুত করা বিশেষ চিত্রাংকন, ছড়া, গল্প, কবিতা লাগানো রয়েছে। একটি আলমারিতে পাঠদানের যাবতীয় উপকরণ রাখা হয়েছে। রয়েছে একটি শিশুতোষ পাঠাগার। স্কুলের ভেতরেই রয়েছে পূর্ণাঙ্গ স্যানিটেশন সুবিধা।
নৌকা স্কুলের শিক্ষার্থী নদী, এলিনা খাতুন, বৃষ্টি, শিরিনা পারভিন, আখি, শিফা, অন্তরা, রাজু, শাকিল আহমেদ, মারুফ হাসান জানায়, স্কুলে এবং বাড়িতে পড়া-লেখার বাইরে অর্থাভাবে তাদের প্রাইভেট বা কোচিং করার সামর্থ নাই। এখানে তারা নিজেদের মতো করে শিক্ষতে পারে।


স্কুলের শিক্ষক মোছা. সাবিনা ইয়াছমিন জানান, নৌকা স্কুলের ছাত্র-ছাত্রীরা স্কুলের বাইরে প্রাইভেট কিংবা কোচিং সেন্টারে পড়ার সুযোগ পায়না। ফলে যাবতীয় পড়া স্কুলেই তৈরি করে দিতে হয়। সকাল আটটা থেকে বেলা একটা পর্যন্ত টানা পড়াতে হয়। কোন শিক্ষার্থী নিয়মিত স্কুলে না এলে তাদের বাড়িতে গিয়ে অভিভাবকদের সাথে কথা বলে সচেতনতা সৃষ্টি করতে হয়।এ সময় তিনি আক্ষেপ করে বলেন, এত খাটাখাটুনির পরেও তাকে মাস শেষে স্কুলের নিয়মানুযায়ী মাত্র দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা বেতন দেওয়া হয়। যেখানে নৌকা স্কুলের একজন মাঝি প্রতি মাসে তিন হাজার আটশো, আরেকজন দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা বেতন পেয়ে থাকেন। প্রচন্ড গরম থেকে স্বস্তি পেতে তিনি কর্তৃপক্ষের কাছে স্কুলটিতে সৌরবিদ্যুতের সোলার প্যানেল স্থাপনের দাবি জানান।

নৌকা স্কুল তদারকির দায়িত্বে থাকা ব্র্যাকের প্রোগ্রাম অর্গানাইজার শ্রী স্বদেশ জানান, নির্ধারিত সময় অনুযায়ী স্কুলটি ২০১৮ সাল পর্যন্ত চলবে। তবে ওই এলাকার দরিদ্র ছাত্র-ছাত্রীদের চাহিদা অনুযায়ী নৌকা স্কুলের শিক্ষা কার্যক্রম পাঁচ বছর মেয়াদে আবারও শুরু হতে পারে। তিনি স্কুলে সৌরবিদ্যুতের সোলার প্যানেল স্থাপন এবং শিক্ষকের বেতন বৃদ্ধির বিষয়টি সংশ্লিষ্ট উর্ধ্বতনকে জানানোর কথা বলেন।
প্রাথমিক শিক্ষা অফিসার মো. মুস্তাফিজুর রহমান জানান, নৌকা স্কুলের মাধ্যমে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষায় অর্ন্তভুক্ত করার প্রকল্পটি নিঃসন্দেহে একটি মহতি উদ্যোগ। ঝড়েপড়া শিশুদের পাঠদানে এটি সহায়ক ভূমিকা পালন করছে।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।