আরিফুল ইসলাম
সিরাজগঞ্জ নিমগাছি মৎস্য চাষ প্রকল্প (রাজস্ব) তাড়াশ ও রায়গঞ্জ উপজেলার সুফলভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ নভেম্বর) বিকালে পৌর সভার বাঁশ বাজার মাঠে সুফলভোগীদের আয়োজিত মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল রাজ্জাক’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান মনি, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, মাধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিলুর রহমান হাবিব, মাগুরা বিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান ম্যাগনেট, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সুলতান মাহমুদ প্রমূখ।