গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
সিরাজগঞ্জের তাড়াশে সিগারেটের ছ্যাঁকা দিয়ে খাদিজা নামে এক গৃহধুকে নির্যাতনের অভিযোগ উঠেছে। অসুস্থ অবস্থায় জোরপূর্বক পাঠিয়ে দেওয়া হয়েছে বাবার বাড়িতে। ঘটনাটি ঘটেছে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের নাড়া তেঘরি গ্রামে।
জানা গেছে, ওই গ্রামের আব্দুস সামাদের ছেলে মো. ইসমাইলের সাথে ২০১২ সালে একই উপজেলার আসানবাড়ি গ্রামের নুরুল ইসলামের মেয়ে খাদিজার বিয়ে হয়। বিয়ের পর থেকে ইসমাইল কারণে অকারণে খাদিজাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। যৌথ পরিবার হওয়ায় মাঝে মধ্যে শশুর-শাশুড়ী ও দেবর-ননদরাও নির্যাতন করে। অসুস্থতার চিকিৎসা না করিয়ে ভূতে ধরা অপবাধ দিয়ে খাদিজাকে কয়েকবার তাড়িয়ে দেওয়া হয় বাবার বাড়িতে।
খাদিজা জানায়, গত মঙ্গলবার রাতে তুচ্ছ বিষয়াদী নিয়ে দু’জনার মধ্যে সামান্য তর্ক শেষে ঘুমিয়ে পড়ি। হঠাৎ শরীরে আগুনের তাপ অনূভব হয়ে চিৎকার দিয়ে উঠি। ততক্ষণে গলার নিচে ও পিঠের পেছনসহ শরীরের বেশকিছু স্থানে সিগারেটের ছ্যাঁকা দিয়ে দেয়। ফোসকা পড়ে রাতভর কাতরাতে থাকি। বুধবার সকাল হতেই জোরপূর্বক বাবার বাড়িতে পাঠিয়ে দেয়।
তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. জাহিদ হোসেন জানিয়েছেন, খাদিজাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।