গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
সরিষার মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় শস্যভান্ডার খ্যাত তাড়াশে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। গত বছর অধিক ফলন ও ভাল দাম পাওয়ার কারণে চলতি মৌসুমে বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে সরিষা চাষ করেছেন এ উপজেলার কৃষকরা।
সরেজমিনে দেখা যায়, বিস্তীর্ণ সরিষার জমিগুলোতে হলুদ ফুল ঝড়ে সবুজ ফলের সমারহ ঘটেছে। অগ্রীম চাষিরা ইতোমধ্যে বিচ্ছিন্ন দুএকটি জমি থেকে পাকা সরিষা ঘরে তুলতে শুরু করছেন। বারুহাস, নওগা, মাগুড়া বিনোদ এবং সগুনা ইউনিয়নের সরিষা চাষি আব্দুর রহিম, মিজান সরকার, রাশেদুল ইসলাম, আব্দুল জব্বার, আবুল খালেক, খলিলুর রহমান বলেন, সরিষার মৌসুমে বৃষ্টি ও রোগবালাই না হওয়ায় এবছর ভাল ফলনের সম্ভাবনা রয়েছে। বিক্রির সময় ন্যায্য দাম পাওয়া গেলে আমরা অধিক লাভবান হতে পারবো।
কৃষি অফিসার কৃষিবিদ মো. সাইফুল ইসলাম বলেন, এবারে তাড়াশ উপজেলায় ৪৪১০ হেক্টর জমিতে সরিষার চাষ করা হয়েছে। বর্তমানে এসব সরিষার ফল অবস্থা বিরাজ করছে। আশা করা হচ্ছে ভাল ফলন হবে। এবছর সরিষার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১লক্ষ ৯৮হাজার ৪শ ৫০মণ। দাম ভাল পেলে কৃষকরা নিশ্চিত লাভবান হবেন।