গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
“সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন” এই প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জের তাড়াশে ৪৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু করে উপজেলা সদরের প্রধান সড়ক করে।
এরপর উপজেলা পরিষদ চত্ত্বরে সমবায় অফিসার জুলফিকার আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, ইউএনও মোহাম্মদ জিল্লুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, পাবলীক লাইব্রেরীর সাধারণ সম্পাদক হোসনেয়ারা নাসরিন দোলন, আরডিও কর্মকর্তা ইমরুল হাসান, উপজেলা ট্রেনিং কর্ডিনেটর খাইরুল ইসলাম, চলনবিল সমবায় সমিতির সদস্য জান্নাতুল ইসলাম রাসেল, বড়মাঝ দক্ষিণা সমবায় সমিতির সদস্য শহিদুল ইসলাম প্রমূখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।