গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
তাড়াশে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, ১৪ দলের মূখপাত্র মোহাম্মাদ নাসিম। শুক্রবার বিকেলে তাড়াশ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে নেওয়া বিরাট জনসভা শেষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হকের ব্যবস্থাপনায় মহিষলুটি আওয়ামীলীগের আঞ্চলিক কার্যালয়ে সন্ধায় অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তৃতা শেষে তিনি ২ শতাধিক শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন। এ সময় তিনি মৎস্য ভান্ডার ক্ষ্যাত চলনবিলের প্রাণকেন্দ্র মহিষলুটির বৃহত্তর মাছের আড়তটি উন্নয়নকল্পে স্থানীয় জনগণের দাবি পূরণের প্রতিশ্রুতি দেন।
এখানে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য সিরাজগঞ্জ-৩, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সদস্য ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতার সম্প্রীতী মঞ্চ কার্যনির্বাহী কমিটির সভাপতি গাজী ম.ম.আমজাদ হোসেন মিলন, পার্শ¦বর্তী উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান মারুফ বিন হাবিব, জেলা পরিষদের সদস্য মোফাজ্জল হোসেন, আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক মোছা. মর্জিনা খাতুন, ছাত্রলীগ সভাপিত আনিছ প্রধান, মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ ও লাইব্রেরীর সম্পাদক সিরাজ সরকার, মহিষলুটি মৎস্য আড়তের সভাপতি মিজানুর রহমান মজনু প্রমুখ।