ঢাকাবুধবার , ২৫ জানুয়ারি ২০১৭
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ
আজকের সর্বশেষ সবখবর

তাড়াশে শিশু বলৎকারের ঘটনায় ২০দিন পর মামলা

সময়ের সংবাদ
জানুয়ারি ২৫, ২০১৭ ৮:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

গোলাম মোস্তফা,নিজস্ব সংবাদদাতা, সময়ের সংবাদ: সাগর (৬) নামের শিশু বলৎকারের ঘটনার ২০দিন পর তাড়াশ থানায় মামলা করা হয়েছে। মঙ্গলবার ৩ জনকে আসামী করে শিশুটির মা ছামেনা বেগম বাদী হয়ে ধারা ৩৭৭/৫০৬ দঃ বিঃ মামলাটি দায়ের করেন। জানা যায়, উপজেলার সগুনা ইউনিয়নের ধাপতেতুলিয়া গ্রামের দরিদ্র কৃষক মোসলেম উদ্দিনের শিশু পুত্র সাগরকে চলতি মাসের ৪তারিখ বুধবার বিকেলে একই গ্রামের প্রভাবশালী খান মাহমুদ এর ছেলে শাহাদৎ হোসেন (৩৫) ফুসলিয়ে বাড়ির পাশের সেচপাম্ব ঘরে নিয়ে বলৎকার করে। পরে সাগর বাড়িতে ফিরে তার মা বাবার কাছে সব বলে দেয়। ওই সময় থেকে প্রভাবশালীরা সাগরের পরিবারকে হুমকির মুখে রেখে এবং টাকার লোভ দেখিয়ে স্থানীয়ভাবে বিষয়টি ধাপাচাপা দেয়ায় চেষ্টা করে আসছিল। অবশেষে এসব কিছুর তোয়াক্কা না করে মঙ্গলবার সাগরের মা ছামেনা খাতুন বাদী হয়ে তাড়াশ থানায় বলৎকারকারীসহ আরো ২ জনকে আসামী করে মামলা দায়ের করেন। এ বিষয়ে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমান বলেন, বলৎকারের ঘটনায় মামলা হয়েছে। শীঘ্রই আইনানুক ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।